চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গেলেন মহিলা! ভিডিও ঘিরে বাড়ছে রহস্য, সামাজিক মাধ্যমে হইহই নেটিজেনদের...
আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় কোনটা আসল আর কোনটা নকল, তা বোঝা প্রায়শই কঠিন হয়ে পড়ে। নেটমাধ্যমে শেয়ার হওয়া ভিডিও নিমেষে নজর কাড়লেও, কখনও কখনও সেগুলির সত্যতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সম্প্রতি চলন্ত ট্রেনে এক মহিলার ভয়ঙ্কর স্টান্টের ভিডিও ঠিক তেমন কাজই করেছে।
ভিডিওটি এক্স-এ (সাবেক টুইটার) শেয়ার হওয়ার পরেই অনেকে এটিকে যাতায়াতের সময়ে সুরক্ষার কথা মনে করানোর বার্তা হিসেবে দেখেছেন। তবে নেট ব্যবহারকারীদের একাংশের দাবি, ভিডিওটি সাজানো গোছানো। বিভ্রান্তি আরও বাড়ে যখন কৃত্রিম মেধা (এআই) চ্যাটবট 'গ্রক' এবং রেলওয়ে পুলিশ ফোর্স (আরপিএফ) দুই তরফেই ভিন্ন প্রতিক্রিয়া আসে।
ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের খোলা দরজায় দাঁড়িয়ে আছেন এক মহিলা। অন্য এক জনের হাত ধরে বিপজ্জনক ভাবে তিনি বাইরের দিকে ঝুলছেন। কয়েক সেকেন্ড পরেই একটি খুঁটিতে ধাক্কা খেয়ে ছিটকে লাইনের পাশের মাঠে পড়ে যান তিনি।
ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "সব জায়গায় মজা করা ঠিক নয়। সামান্য অসাবধানতা আজীবনের আফসোসের কারণ হতে পারে। নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাবুন তো, ২ সেকেন্ডের দুঃসাহসিক কাজ যদি দুর্ঘটনায় পরিণত হয়? সতর্ক থাকুন, নিরাপত্তাই প্রথম। আপনার কি মনে হয় এই ধরনের মজা বন্ধ করা উচিত?"
ভিডিওটি ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। কিন্তু যত ছড়িয়েছে, ততই তার সত্যতা নিয়ে ধোঁয়াশা বেড়েছে। উত্তর খুঁজতে কিছু ব্যবহারকারী চ্যাটবট - কে প্রশ্ন করেন ভিডিওটি আসল কি না। কিন্তু চ্যাটবটের উত্তর বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়।
এক জনৈক ব্যবহারকারী প্রশ্ন করেন, "এটি কি আসল?" জবাবে এআই লেখে, "ভিডিওটি নিরাপত্তা সচেতনতার জন্য সাজানো বলে মনে হচ্ছে, যেখানে টেক্সট, ইমোজি এবং তিরচিহ্ন যোগ করা হয়েছে। অনুসন্ধানে বাস্তবের কোনও দুর্ঘটনার খবরের সঙ্গে এর মিল পাওয়া যায়নি এবং এই ধরনের ভাইরাল ক্লিপ প্রায়শই সাজানো হয়। সম্ভবত এটি আসল নয়।"
কিন্তু অন্য এক জন ব্যবহারকারী একই প্রশ্ন করলে এআই-এর উত্তর ছিল সম্পূর্ণ ভিন্ন, "এটিকে আসল ফুটেজ বলেই মনে হচ্ছে, সম্ভবত কোনও বাস্তব ঘটনার ভিডিওকে নিরাপত্তা সংক্রান্ত বার্তা দেওয়ার জন্য করা হয়েছে। ভারত বা ব্রাজিলের মতো জায়গায় এমন দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। এটি এআই দিয়ে তৈরি কি না, তার নির্দিষ্ট প্রমাণ আমি খুঁজে পাইনি, তবে এটি ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে।সতর্ক থাকুন!"
কেবল এ আই'ই নয়, রেলওয়ে পুলিশ ফোর্সের (আরপিএফ) দিল্লি ডিভিশনের সরকারি এক্স হ্যান্ডল থেকেও প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের বার্তায় লেখা হয়, "দয়া করে আপনার মোবাইল নম্বর জানান যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়।" এই উত্তর থেকে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।
যাঁরা ভিডিওটি খুঁটিয়ে দেখেছেন, তাঁরা বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। দেখা গিয়েছে, মহিলাটি খুঁটিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেটি পিছনের বদলে সামনের দিকে এগিয়ে যায়, যা বাস্তবে সম্ভব নয়। এর পর মুহূর্তে তিনি যখন মাটিতে পড়েন, তখন তাঁর শরীর সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় এবং সেই জায়গায় একটি ঝাপসা অবয়ব ফুটে ওঠে।
এই ছোট ছোট দৃশ্যগত অসঙ্গতির কারণেই অনেকে মনে করছেন, ভিডিওটি ডিজিটাল প্রযুক্তিতে তৈরি। তবে ভিডিওটি আসল না নকল, সেই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। ফলে রহস্য থেকেই যাচ্ছে।