এনডিএ সরকারের বিরুদ্ধে কাল ‘চার্জশিট’ পুস্তিকা, বিহারে দু’ডজন আসনে প্রার্থী বাছাই চূড়ান্ত কংগ্রেসের...
আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
আবু হায়াত বিশ্বাস, দিল্লি
বিহার ভোটের দিন ঘোষণার পরেই শাসক ও বিরোধী শিবিরে আসন রফা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কোন আসনে কে লড়বে, তা নিয়ে কথা চলছে। এরই মাঝে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। সূত্রের খবর, ৩০ টি বিধানসভা আসন নিয়ে আলোচনা হয়েছে এদিন। যার মধ্যে ২৫ আসনে দলের প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে। বেশিরভাগই গত বারের জেতা প্রার্থীদের নামে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। কংগ্রেস ৬০ এর আশপাশে আসনে লড়তে চাইছে এবারের নির্বাচনে।
জানা গিয়েছে, মহাগঠবন্ধনের সামগ্রিক আসন সমঝোতা হয়ে যাওয়ার পরেই দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এদিকে, কাল, বৃহস্পতিবার এনডিএ সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পুস্তিকা প্রকাশ করবে কংগ্রেস। বিহারে দলীয় কার্যালয় সদাকত আশ্রমে সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ, অশোক গেহলট এবং ভূপেশ বাঘেল এই ‘চার্জশিট’ জারি করবেন। বিহারের নীতীশ সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরা হবে। দুর্নীতির ইস্যুও জায়গা পাবে পুস্তিকায়।
এদিকে, বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আদর্শ আচরণবিধি কঠোরভাবে কার্যকরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে নির্দেশ দিয়েছে কমিশন। অন্য একটি প্রেস বিবৃতিতে কমিশনের তরফে জানানো হয়েছে, প্রবীণ নাগরিক,প্রতিবন্ধী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশনের অনুমোদিত ও জরুরী পরিষেবার সঙ্গে যুক্তরাও এই সুবিধা পাবেন। এদিকে, এনডিএ শিবিরে জোট শরিকদের মধ্যে বেশি আসন চেয়ে চাপ অব্যাহত রয়েছে। আজ বিহারের পাটনায় বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন, ধর্মেন্দ্র প্রধান, কেশব প্রসাদ মৌর্য সহ বিহারের বিজেপি নেতারা। জানিয়েছেন,‘কোনও সমস্যা নেই এনডিএ-তে। শিগগিরই আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। কারও অসন্তোষ নেই। সকলেই খুশি আছেন।’ এদিন বিজেপি নেতা গিরিরাজ সিং দাবি করেছেন, বিহারে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ করেই লড়াই করবে এনডিএ।
তবে, বিহার ভোট প্রসঙ্গে আরও একটি বিষয় এই মুহূর্তে উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটে অস্বস্তির সুর স্পষ্ট হয়ে উঠেছে। এনডিএ সহযোগী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল ‘হিন্দুস্তান আওয়াম মোর্চা’-কে যদি অন্তত ১৫টি আসন না দেওয়া হয়, তবে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। তবে, দল এনডিএ শিবিরেই থাকবে বলে তিনি জানিয়েছেন।
বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা মাঝির সঙ্গে যোগাযোগ করে তাঁকে শান্ত করার চেষ্টা করেছেন বলে সূত্রে জানা গেছে। মাঝি বলেন, “আমরা এনডিএ নেতাদের কাছে প্রার্থনা করছি, কারণ আমরা অপমানিত বোধ করছি। আমরা এমন কিছু আসন চাই যা আমাদের রাজনৈতিকভাবে সম্মান দেয়। যদি আমাদের প্রস্তাবিত আসন সংখ্যা না দেওয়া হয়, আমরা নির্বাচনে লড়ব না। তবে এনডিএ-র পাশে থাকব। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, কেবল চাই আমাদের দলকে স্বীকৃতি দেওয়া হোক।” তিনি আরও বলেন, “আমাদের পার্টির সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এনডিএ-র অঙ্গ হিসেবে থাকতে চাই, কিন্তু যদি যোগ্য মর্যাদা না পাই, তাহলে নির্বাচনে না লড়াই করাই ভালো।”