'ওঁ ছিঁড়ে দিয়েছে', কামরায় চিল চিৎকার করেও থামলেন না, এবার টিটি'র বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ শিক্ষিকার, শুনে লোক জড়ো চারপাশে ...
আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে মঙ্গলবার থেকেই জোর চর্চা। নেটিজেনরা ওই ভিডিও নিয়ে আলোচনা করেছেন দীর্ঘকাল, কমেন্ট বক্স, মতামত তার প্রমাণ। কেউ কেউ সচেতনতা নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ ক্ষমতার অপব্যবহার নিয়ে। আলোচনা পুরোপুরি মেটার আগেই এবার যেন ঘটনায় নড়া মোড়। ওই শিক্ষিকারই অপর এক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যচা যাচাই করেনি। তবে ওই ভিডিওতে বেশকিছু সংলাপ শোনা গিয়েছে, আর তা নিয়েই শুরু নতুন আলোচনা।
নয়া ভিডিওতে কী শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? রেল কামরায় চিৎকার করতে থাকা ওই শিক্ষিকাকেই ফের দেখা গিয়েছে। তবে এবার একা নন, সঙ্গে এক ব্যক্তিকেও দেখা গিয়েছে। তথ্য, শিক্ষিকার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তাঁর বাবা। ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষিকা এবং তাঁর বাবা বারবার টিটিই-র দিকে তেড়ে গিয়ে চিৎকার করছেন। তাঁকে যুবতী শিক্ষিকার উপর নির্যাতনের অভিযোগ করতে শোনা গিয়েছে। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গিয়েছে এবং ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে, বাক-বিতণ্ডা শুনেই চারপাশে লোকজনের জমায়েত।
ওই শিক্ষিকাকে বলতে শোনা যায়, 'ইয়ে এক ঘন্টা সে হামারা ভিডিও বানা কর ভাইরাল করনে কী ধামকি দে রাহা হ্যায়', যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, 'ওঁ আমাদের ভিডিও তৈরি করছে এবং গত এক ঘন্টা ধরে ভাইরাল করার হুমকি দিচ্ছে।' এখানেই শেষ নয়, শিক্ষিকাকে আরও ভয়ানক অভিযোগ করতে শোনা গিয়েছে। অভিযোগ, তাঁর টিকিট ছিল। টিটি তা ছিঁড়ে ফেলে দিয়েছেন। যদিও ওই ভিডিওতে তৎক্ষণাৎ এক পুরুষ কণ্ঠ শোনা গিয়েছে, মনে করা হচ্ছে তিনি টিকিট পরীক্ষক। যাঁকে বলতে শোনা যায়, 'সমস্ত যাত্রীদের জিজ্ঞাসা করুন।'
এর আগে কী জানা গিয়েছিল? জানা গিয়েছিল, বিনা টিকিটে ভ্রমণ করার সময় এক টিকিট পরীক্ষকের (টিটি) হাতে ধরা পড়েন বিহারের ওই শিক্ষিকা। শুধু তাই নয়, টিকিট দেখতে চাওয়ায় ওই রেলকর্মীর সঙ্গে তিনি তুমুল বচসায় জড়ান এবং ট্রেন থেকে নামতে অস্বীকার করেন। গোটা ঘটনা নিজের ফোনে রেকর্ড করেন ওই টিটি।
কর্তব্যে অবিচল থেকে ওই টিকিট পরীক্ষক শিক্ষিকাকে সাফ জানিয়ে দেন, 'হয় টিকিট দেখান, নয়তো ট্রেন থেকে নেমে যান।' ভাইরাল হওয়া ভিডিওতে টিটি-কে বলতে শোনা যায়, অভিযুক্ত মহিলা বিহারের এক জন স্কুলশিক্ষিকা হওয়া সত্ত্বেও এমন অনৈতিক আচরণ করছেন। কিন্তু নিজের ভুল স্বীকার করার বদলে ওই শিক্ষিকা ক্রমাগত তর্ক চালিয়ে যান এবং অভিযোগ করেন, 'আপনি আমাকে হেনস্থা করছেন।'
ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষিকা প্রথমে টিটি-কে উপেক্ষা করে ফোনে ব্যস্ত থাকার ভান করেন। কিন্তু রেলকর্মী নিজের অবস্থানে অনড় থেকে বলেন, 'যদি টিকিট থাকে, তাহলে দেখান ম্যাডাম।' এর পরেই ওই মহিলা উঠে দাঁড়িয়ে টিটি-র ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন।টিটি তখন তাঁকে ধমক দিয়ে ফোন স্পর্শ করতে নিষেধ করেন। এরপরেও নিজের দোষ ঢাকার জন্য ওই শিক্ষিকা বলে ওঠেন, 'এক জন মহিলাকে আপনি হেনস্থা করছেন। আর আমি না গেলে কী করবেন?' এতকিছুর পরেও ওই রেলকর্মী নিজের সংযম হারাননি। শেষ পর্যন্ত ওই মহিলাকে ট্রেন থেকে নামতে বাধ্য করেন।