• আজ ১৩ জেলায় তুমুল ঝড়বৃষ্টি, সপ্তাহান্তেই আবহাওয়ায় বিরাট স্বস্তি! বাংলা থেকে বর্ষা বিদায় কবে? জানাল হাওয়া অফিস
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরর শুরুতে প্রবল বৃষ্টির জেরে বাংলায় চরম ভোগান্তি। উত্তরবঙ্গে ধস ও বন্যায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যদিও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। বৃষ্টির দাপট কমছে বাংলা জুড়ে। আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েও রয়েছে বড় আপডেট। 

    হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। চলতি সপ্তাহান্তে একাধিক রাজ্যের পাশাপাশি বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।

    ১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। 

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

    গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। আজ ভোর ছ'টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

    এদিন বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই জেলায়। 

    অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী কয়েকদিনে সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোনও সতর্কতা জারি হয়নি। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে। 
  • Link to this news (আজকাল)