• দিনের বেলায় রাস্তা থেকে শিশু অপহরণ, মোটরবাইকে তুলে চম্পট, ধাওয়া শুরু পুলিশের ...
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের শিশুকে অপহরণ। কিছুক্ষণের মধ্যেই পুলিশের তাড়ায় ব্যর্থ চেষ্টা। পুলিশের হাত থেকে বাঁচতে মোটরবাইক থেকে ফেলে দেওয়া হল ওই শিশুকে। ঘটনায় গ্রেপ্তার এক অপহরণকারী। আরেকজন পলাতক। শিশুকে নিয়ে গিয়ে হাসপাতালে চিকিৎসা করালো পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে অপহরণের কারণ। বুধবার দুপুরে মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। 

    জানা গিয়েছে, পার্শ্ববর্তী গ্রাম থেকে তিন বছরের ওই শিশুটি দাদুর বাড়িতে এসেছিল। ভাই ও বোনদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ছিল আইসক্রিম খাওয়ার জন্য। সেই সময় হঠাৎ ফিল্মি কায়দায় মোটর বাইকে করে দুই যুবক এসে ওই শিশুকে নিয়ে চম্পট দেয়। ঘটনায় প্রাথমিকভাবে চমকে উঠলেও সম্বিত ফিরে পেয়ে এলাকার মানুষ পিছু ধাওয়া করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে। ঘটনা জানতে পেরে পুলিশ হরিশ্চন্দ্রপুর থেকে বাইরে যাওয়ার সমস্ত পথ ঘিরে নেয়। জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েন পুলিশকর্মীরা। 

    পার্শ্ববর্তী চাঁচল ও অন্যান্য থানার পুলিশকর্মীদেরও সতর্ক করা হয়। মালদা থেকে বিহারমুখী বিভিন্ন রাস্তায় নজরদারি শুরু করা ছাড়াও ও বিভিন্ন চেকপোস্টগুলিতে বাড়িয়ে দেওয়া হয় পুলিশকর্মীর সংখ্যা। এরপরেই পুলিশের জালে ধরা পড়ে অপহরণকারীরা। 

    জানা গিয়েছে, পালানোর সময় পুলিশকে দেখে মোটরবাইক থেকে ওই শিশুকে ফেলে দেয় তারা। এরপর পালানোর চেষ্টা করে। একজন পালিয়ে যেতে সমর্থ হলেও আরেকজনকে ধরে ফেলে পুলিশ। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে মেলে এই সাফল্য। পুলিশের একটি সূত্র জানায়, ধৃতের নাম ছোটন নাগ। বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। পুলিশের ওই সূত্রটি জানায়, এর আগেও বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ার ফলে মাথায় চোট পায় ওই শিশুটি। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। আইসি মনোজিৎ সরকার, এসডিপিও সোমনাথ সাহা দাঁড়িয়ে থেকে তার চিকিৎসা করান। 

    খবর পেয়ে পরিবারের লোকেরাও সেখানে পৌঁছয়। জানা গিয়েছে এখন সুস্থ আছে ওই শিশুটি। মেয়েকে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তার পরিবারের সদস্যরা। এর আগেও ঠিক একই কায়দায় এক ব্যবসায়ীর সন্তানকে অপহরণ করা হয়েছিল। সেক্ষেত্রেও কয়েক ঘণ্টার মধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পার্শ্ববর্তী জেলা থেকে তাকে উদ্ধার করেছিল। তবে এবার এলাকা থেকে বেরনোর আগেই দুষ্কৃতীদের ছক ভেস্তে দিল পুলিশ। অপহৃতকে উদ্ধারের সঙ্গে গ্রেপ্তার করেছে এক অভিযুক্তকে। সেইসঙ্গে আরেক অপহরণকারীর খোঁজে চলছে তল্লাশি। কী কারণে অপহরণ তা নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
  • Link to this news (আজকাল)