চাকরি হারিয়ে চপের দোকান খুললেন মালদহের শিক্ষক দম্পতি
দৈনিক স্টেটসম্যান | ০৯ অক্টোবর ২০২৫
নিয়োগ দুর্নীতি ও সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে মালদহের তনুশ্রী সাহা সিংহ ও বিজয় সিংহ অন্যতম। দীর্ঘ সময় একটি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মীর দায়িত্ব পালন করলেও হঠাৎই সেই আর্থিক নিরাপত্তা ছিনিয়ে নিয়েছে আদালত। চাকরি হারিয়ে আর্থিক অনিশ্চয়তার মুখে পরিবার। তাই নতুন সংগ্রামের পথে হাঁটতে শুরু করেছেন তাঁরা।
জানা গিয়েছে, রতুয়ার সম্বলপুর হাই স্কুলে কর্মরত ছিলেন এই দম্পতি। চাকরি হারানোর পর সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ঋণের বোঝা, সন্তানদের লেখাপড়ার ব্যয়, সব মিলিয়ে ভারী বোঝা। এদিকে জমানো অর্থও শেষ হয়ে গিয়েছে। আবার বাইরে থেকে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। বহুবার আন্দোলন করেও চাকরি ফেরাতে পারেননি তাঁরা।
অবশেষে তাঁরা নতুন পথ বেছে নিয়েছেন। জেলা তৃণমূল পার্টি অফিস থেকে প্রায় ১০০ মিটার দূরে রথবাড়ি এলাকায় রাস্তার ধারে একটি ছোট গুম ভাড়া করে চপের দোকান খুলেছেন। সেখানে চিপস ও সিগারেট বিক্রিও করছেন তাঁরা।
দোকানের পাশেই দাঁড়িয়ে কথা বলতে গিয়ে তনুশ্রী চোখে জল ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ‘ধরনায় বসে লাভ নেই। চাকরি হারানোর পর ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার পথ বেছে নেওয়া নয়, বরং লড়াই চালিয়ে যাওয়াই সত্যিকার বিজয়। আমাদের পুঁজি নেই, সামর্থ্য নেই, তাই রাস্তার ধারে চপ ভাজছি।’ বিজয় সিংহ যোগ করেন, ‘আমরা হার মানিনি, জীবনে নতুনভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, রাজ্যের শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি হারানোর এই ঘটনা শুধুই ব্যক্তিগত নয়, এটি বহু শিক্ষক ও শিক্ষাকর্মীর জীবনে গভীর প্রভাব ফেলেছে। মালদহের এই দম্পতির নতুন জীবনযাত্রা এক নতুন প্রশ্ন তুলেছে, ন্যায্য সুযোগ ও নিরাপদ কর্মজীবনের অভাব কি শিক্ষাব্যবস্থাকে আরও দুর্বল করে দিচ্ছে!