সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইমেলে এবার স্বদেশি ছোঁয়া। ব্যাক্তিগত ইমেল বদলে ফেললেন অমিত শাহ। আত্মনির্ভর ভারত ও স্বদেশি আন্দোলনের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার নিজের ব্যক্তিগত ইমেলের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জোহো’র ইমেল ব্যবহার করবেন তিনি।
মার্কিন শুল্ক যুদ্ধের মাঝেই শাহের এই স্বদেশি বাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দেশীয় সংস্থা ‘জোহো’র ইমেল প্ল্যাটফর্মে নিজের ব্যক্তিগত ইমেল খুলেছেন অমিত শাহ। বুধবার ট্যুইট করে এই কথা জানিয়েছেন তিনি। পাশপাশি নিজের ইমেলের আইডি-ও এক্স হ্যান্ডেলের ওই পোস্টে শেয়ার করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে নিজের পোস্টে শাহ লিখেছেন, “আমি জোহো মেলে চলে এসেছি। আমার নতুন ইমেল আইডি [email