• ‘সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করুন’, সিরাপকাণ্ডে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রের
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে বুধবার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্র। কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে।

    কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উৎপাদনের আগে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করে। পাশাপাশি, বাজারে ওষুধের ব্যাচগুলি সরবারাহের আগেও যেন খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। একইসঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যাতে ওষুধ নির্মাণকারী সংস্থাগুলির একটি উন্নত ভেন্ডার কোয়ালিফিকেশন সিস্টেম থাকে। অনুমোদিত এবং  নির্ভরযোগ্য বিক্রেতাদের কাছ থেকেই তাদের কাঁচামাল কিনতে হবে।‘ এছাড়াও ওষুধ নির্মাণের ক্ষেত্রে যাতে নির্ধারিত নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়, সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে।

    গত কয়েকদিন ধরেই কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, জ্বর হলেই অসুস্থ শিশুটিদের সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ-সহ বহু রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে ‘কোল্ডরিফ’। মধ্যপ্রদেশে গ্রেপ্তার করা হয়েছে এক চিকিৎসককেও। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

    উল্লেখ্য, মঙ্গলবার সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলাটি দায়ের করেছেন। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক। একইসঙ্গে তাঁর আরও দাবি, ‘বিষাক্ত’ এই কাশির সিরাপকে গোটা দেশে নিষিদ্ধ করার পাশাপাশি ওষুধের সমস্ত ব্যাচও প্রত্যাহার করে নেওয়া হোক।
  • Link to this news (প্রতিদিন)