হরিয়ানার শীর্ষ পুলিশকর্তার মৃত্যুকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! সুইসাইড নোটে ১২ অফিসারের নাম
প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় আত্মঘাতী শীর্ষ পুলিশকর্তা পুরন কুমার! তাঁর মৃত্যু ঘিরে রহস্য ক্রমেই ঘনাচ্ছে। আটপাতার যে সুইসাইড নোট মিলেছে তাতে ১২ জন অফিসারের নাম করা হয়েছে! যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
হরিয়ানার ADGP নিজের সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী হন। পরে পুলিশ তাঁর পকেটে ভাঁজ করে রাখা সুইসাইড নোট উদ্ধার করে। দেখা যায় সেখানে রয়েছে এক প্রাক্তন ডিজিপি, ৭-৮ জন আইপিএস অফিসার ও ২ আইএএস অফিসারের নাম। জানা গিয়েছে, নোটটিতে তাঁর সমস্ত সম্পত্তি তাঁর স্ত্রীর নামে দান করার একটি উইল অন্তর্ভুক্ত রয়েছে। আর সেই সঙ্গেই বছরের পর বছর ধরে হয়রানি, বৈষম্য এবং প্রশাসনিক পক্ষপাত নিয়ে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই আত্মহত্যার স্থানটির ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করেছে। ফরেনসিক তদন্তকারী দল নমুনা সংগ্রহ করেছে। আর সেই সঙ্গেই সুইসাইড নোটটি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে উল্লিখিত নাম ও প্রসঙ্গ বিশ্লেষণ করে সম্ভাব্য অভিযোগের বিষয়টি বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা।
ঘটনার সময় বাড়িতে ছিলেন না হরিয়ানার ADGP-র স্ত্রী আইএএস আধিকারিক অমনিত পি কুমার। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বে রাজ্য প্রতিনিধি দলের হয়ে জাপান সফর করছেন। চণ্ডীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) কানওয়ারদীপ কৌর নিশ্চিত করেন, দুপুর ১টা বেজে ৩০ মিনিট নাগাদ সেক্টর ১১ থানা এলাকায় গুলি চালানোর খবর পায় পুলিশ। কেন আত্মঘাতী হলেন পুলিশকর্তা তা অবশ্য স্পষ্ট নয়। সুইসাইড নোটে উল্লিখিত নাম থেকে কোনও হদিশ মেলে কিনা আপাতত তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।