• ঠাকুর দেখতে গিয়ে বারুইপুরে গণধর্ষণের শিকার নাবালিকা! গ্রেপ্তার প্রেমিক-সহ ২
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: পুজোর আগে সোশাল সাইটে এক নাবালকের সঙ্গে আলাপ হয়েছিল নাবালিকার। যোগাযোগ বাড়তেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক হয় বলে খবর। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখার পরিকল্পনাও হয়েছিল। অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষণের শিকার ওই নাবালিকা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ নাবালক প্রেমিক ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে।

    বারুইপুরের বাসিন্দা নবম শ্রেণির ছাত্রী। সোশাল মিডিয়াতেই আলাপ হয়েছিল ওই নাবালকের সঙ্গে। প্রেমের সম্পর্ক তৈরি হলে অষ্টমীতে ঠাকুর দেখতে বেরনোর পরিকল্পনা করা হয়েছিল। সেই মতো অষ্টমীর রাতে বারুইপুর-কামালগাজি বাইপাসে গিয়েছিল ওই কিশোরী। সেখানেই একটি বাইক নিয়ে অপেক্ষা করছিল ওই প্রেমিক। অন্য একটি বাইকে নাবালকের দুই বন্ধুও ছিল। চারজনে মিলে এরপর বাইকে করে বেরিয়ে যায় বলে খবর।

    ওই নাবালিকাকে বাইকে চড়িয়ে বারুইপুরের বেগমপুর কাটাখাল বাইপাস লাগোয়া এলাকায় চলে যায় অভিযুক্তরা। তাদের ব্যবহারে কোনও সন্দেহ করেনি কিশোরী। অভিযোগ, সেখানেই কোল্ড ড্রিংকসের সঙ্গে উত্তেজনা বর্ধনকারী ট্যাবলেট খাওয়ানো হয়। একটি নির্জন রাস্তায় কিশোরী নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই কিশোরীকে প্রেমিক প্রথমে ধর্ষণ করে। সেই ঘটনার ভিডিও মোবাইলে তুলে রাখে অন্য দুই বন্ধু। পরে সেই ভিডিও দেখে কিশোরীকে ব্ল্যাকমেল করা হয়।

    অভিযোগ, নাবালকের দুই বন্ধুও কিশোরীকে ধর্ষণ করে। অত্যাচারে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়েছিল। অভিযোগ, সেই রাতেই নাবালিকাকে এক আত্মীয়ের বাড়ির সামনে বাইক থেকে নামিয়ে রেখে পালায় অভিযুক্তরা। নবমীর সকালে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। অসুস্থ ওই কিশোরীকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকেও। এরপরেই কিশোরীকে অত্যাচারের ঘটনা সামনে আসে।

    খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পরে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত প্রেমিককে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে এক বন্ধুর সন্ধান পায় পুলিশ। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। এখনও ওই কিশোরী হাসপাতালে ভর্তি বলে খবর। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতার পরিবার।
  • Link to this news (প্রতিদিন)