• মাছ ধরা বারণ, ‘বদলা’ নিতে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নষ্ট করল যুবক!
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুকুর থেকে মাছ ধরতে বারণ করেছিলেন যুবককে। তা নিয়ে বচসা ও হাতাহাতি। সেই আক্রোশে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনায় মাথায় হাত মাছ চাষির পরিবারের। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে পরিবার। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    ঘটনাটি বাদুড়িয়া থানার নিশ্চিন্তপুরের। এলাকার মীনচাষি কাদিরুল ইসলাম এলাকার পুকুর লিজে নিয়ে মাছ করেছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামেরই কামালউদ্দিন নামে এক যুবক আশেপাশের পুকুর থেকে মাছ চুরি করছিলেন বলে অভিযোগ। কাদিরুলের সন্দেহ হয়  যুবক তাঁর পুকুর থেকেও মাছ ধরছেন। কামালউদ্দিনকে মাছ ধরতে বারণ করেন তিনি। সঙ্গে বিষয়টি গ্রামবাসীকেও জানান।

    তা নিয়ে কাদরুলের সঙ্গে কামালউদ্দিনের প্রচণ্ড বচসা হয়। অভিযোগ অভিযুক্ত যুবক কাদিরুলকে খুনের হুমকি দেয়। সঙ্গে ক্ষতিও করার কথা বলে। এরপরই মঙ্গলবার রাতে তিনি দেখেন পুকুরের মাছগুলি মরে ভেসে উঠেছে। কাদিরুলের অভিযোগ সেই দিনের বচসার জন্য এই কাণ্ড ঘটিয়েছেন কামালউদ্দিন। 

    ঘটনার পর মাথায় আকাশ ভেঙে পড়েছে কাদিরুল ও তাঁর পরিবারের। কাদিরুলের দাবি, গ্রামের মহাজনের থেকে টাকা ধার নিয়ে মাছ চাষ করেছিলেন। তা বিক্রি করে পরিশোধ করার পরিকল্পনা ছিল তাঁর। বাকি লাভ দিয়েই সংসার চলে তাঁর। সব মাছ মরে যাওয়ায় কী করে ধার পরিশোধ হবে, সংসার কী করে চালাবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে কাদিরুলের।
  • Link to this news (প্রতিদিন)