• সঙ্গিনীর জন্য রাস্তায় দুই দাঁতালের তুমুল লড়াই, শালবনিতে দু’ঘণ্টা অবরুদ্ধ রাজ্য সড়ক
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • এ যেন বীরভোগ্যা বসুন্ধরা! প্রেমিকাকে পাওয়ার জন্য দুই পুরুষ হাতির লড়াই। জঙ্গলের সেই লড়াই উঠে এল একেবারে রাজ্য সড়কে। যার ফলে বুধবার সকালে প্রায় দু’ঘন্টা অবরুদ্ধ হয়ে যায় পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের রঞ্জা এলাকায় পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়ক। যে ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

    বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর ডিভিশনে এই মুহূর্তে প্রায় ৫০টি হাতি রয়েছে। হাতি খাবারের সন্ধানে গ্রাম ও গ্রাম সংলগ্ন এলাকায় বেরিয়ে আসছে। ফসলেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যেই আবার এই সময় চলছে হাতির প্রজননকাল। ফলে একজন সঙ্গিনীকে কেন্দ্র করে দুই ‘পুরুষ’ হাতি বা দাঁতালের মধ্যে প্রায়ই লড়াই শুরু হয়ে যায়। এদিনও হাতির ওই দলে থাকা দুই পুরুষ হাতির মধ্যে লড়াই শুরু হয় সকাল থেকে। লড়াই চলতে চলতে তা রাজ্য সড়কে পৌঁছে যায়।

    সকাল ১০টা নাগাদ পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের রঞ্জা এলাকায় এনিয়ে চরম উত্তেজনা ছড়ায়। দুই প্রান্তেই দাঁড়িয়ে যায় যানবাহন। উৎসাহীদের ভিড় জমে। বনদপ্তরের কর্মীরা পৌঁছলেও দুই দাঁতালের উত্তপ্ত লড়াই থামাতে বেগ পেতে হয়। প্রায় দু’ঘন্টা এমন চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জঙ্গলে প্রবেশ করে দুই পুরুষ হাতি।

    এই বিষয়ে মেদিনীপুর বনবিভাগের এডিএফও কানু চক্রবর্তী বলেন, ‘প্রজননকালে দলে থাকা সবথেকে শক্তিশালী দুই পুরুষ হাতির মধ্যে বা দলপতিদের মধ্যে প্রায়ই ধরনের লড়াই দেখা যায়। এই সময় ওরা উত্তেজিতও থাকে। অনেক সময়েই তাই দুর্ঘটনাও ঘটে যায়। সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দেব।’

  • Link to this news (এই সময়)