• হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির চেষ্টার অভিযোগ, তদন্ত শুরু করেছে পুলিশ
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরির চেষ্টার অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে দুই মহিলার বিরুদ্ধে। বালুরঘাট জেলা হাসপাতালের ঘটনা। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলা সদর শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ওই দুই মহিলাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং স্বাস্থ্যকর্মীদের নজর এড়িয়ে সদ্যোজাত শিশু নিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই মহিলা বলে অভিযোগ। বুধবার রাতে বালুরঘাট জেলা হাসপাতাল তথা সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে অন্যের বাচ্চা নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই মহিলা বলে অভিযোগ।

    খবর পেয়ে আসে বালুরঘাট থানার পুলিশ। ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ করার সময়ে দু'জনেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ঠিক কী ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানা পুলিশ। ধৃত দু'জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, ওই দুই মহিলার সঙ্গে একটি বাচ্চাও ছিল। সেই বাচ্চাটি কাদের সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

    এদিকে, শিশু চুরির চেষ্টার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য রোগীর আত্মীয় পরিজনরা। তবে এ নিয়ে বুধবার গভীর রাত পর্যন্ত হাসপাতালের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই হাসপাতালে তরফে জানানো হয়েছে। যদিও এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    জানা গিয়েছে, বুধবার রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে যান। সেখান থেকে এক সদ্যোজাত শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। কর্তব্যরত নার্স এবং নিরাপত্তারক্ষীরা তা দেখে ফেলেন। এরপর তাদের আটকে পুলিশে খবর দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)