• ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, স্বাগত জানালেন মোদি
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: দু’দিনের ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। উষ্ণ অভর্থ্যনা জানিয়ে স্টারমারের এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্য প্রতিনিধি নিয়ে ঐতিহাসিক ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তাঁকে স্বাগত। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমাদের মজবুত ভবিষ্যতের লক্ষ্যে আগামী কালের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি।’ এবারের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ১২৫ সদস্যের প্রতিনিধি দল ভারতে এসেছে। সেই তালিকায় নামজাদা ব্যবসায়ী, উদ্যোগপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা রয়েছেন।

    বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্র ও গুজরাতের রাজ্যপাল আচার্য দেবরথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও অজিত পাওয়ার। তাঁর এই ভারত সফরে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেই ইঙ্গিতও দিয়েছেন স্টারমার। মুম্বইয়ে আসার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান,  ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে সম্পূর্ণরূপে ব্যবসা এবং বিনিয়োগই গুরুত্ব পাবে। ভিসা নিয়ে আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তিনি জানান, এটা পরিকল্পনার অংশ নয়। ভারতীয় কর্মীদের ব্রিটেনে আসার জন্য অতিরিক্ত ভিসা দেওয়া হবে না। ব্রিটিশ সংস্থাগুলিতে ভারতীয় কর্মীদের চাহিদা থাকলেও স্টারমার তার বিরোধিতা করবেন বলে জানিয়েছেন। 

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আরও একাধিক কর্মসূচি রয়েছে স্টারমারের। এদিন আন্ধেরিতে যশরাজ ফিল্মসের স্টুডিওতে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী। ভারত ও ব্রিটেনের জাতীয় পতাকা হাতে তাঁকে স্বাগত জানান স্কুলপড়ুয়ারা। স্টুডিওতে যশরাজ ফিল্মসের সিইও অক্ষয় ওয়াধনি, অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, ম্যাডক ফিল্মসের দীনেশ ভিজন, এক্সেল এন্টারটেনমেন্টের রীতেশ সিধওয়ানি, ধর্মা প্রোডাকশনের অপূর্ব মেহতাদের সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট বৈঠক করেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ ফিল্ম ইন্সস্টিটিউট, ব্রিটিশ ফিল্ম কমিশন, পাইনউড স্টুডিও, সিভিক স্টুডিও, এলস্ট্রি স্টুডিওর প্রতিনিধিরা। পরে সাংবাদিকদের স্টারমার জানান, যশরাজ সহ বিভিন্ন ভারতীয় প্রোডাকশন হাউস ব্রিটেনের বিভিন্ন জায়গায় সিনেমার শ্যুটিং করবে। এর ফলে যেমন নতুন চাকরি ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে, তেমনই বিশ্ব সিনেমায় ব্রিটেনের গুরুত্ব বাড়বে।  

    ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফরের ঘোষণার পর থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছিল, ভারতীয়দের জন্য ব্রিটেন ভিসানীতির পরিবর্তন করবে কি না। সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেও একাধিক বাণিজ্য সম্ভাবনার মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশ্বাস দিয়েছেন স্টারমার। ফলে আজ, বৃহস্পতিবার মোদির সঙ্গে তাঁর বৈঠকের দিকেই তাকিয়ে দুই দেশ। 
  • Link to this news (বর্তমান)