• ১৫টি আসন না পেলে ভোটেই লড়ব না, বেসুরো এনডিএ’র শরিক হ্যাম
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিহারে ভোটের দিন যত এগচ্ছে, আসন ভাগাভাগি নিয়ে উত্তাপ ততই বাড়ছে এনডিএ শিবিরে। ক্ষমতাসীন জোটে বাড়ছে শরিকি বিবাদ। চিরাগ পাসোয়ানের পর এবার অসন্তোষের সুর জিতনরাম মাঝির কণ্ঠেও। হিন্দুস্তান আওয়াম মোর্চা (হ্যাম) সুপ্রিমোর দাবি, তাঁর দলের জন্য অন্তত ১৫টি আসন ছাড়তে হবে। তার একটিও কম হলে এবারের বিধানসভা নির্বাচন থেকেই সরে দাঁড়াবেন। সূত্রের খবর, এনডিএ শীর্ষ নেতৃত্ব হ্যামের জন্য ১০টি আসন ছাড়তে চাইছে। তাতে সন্তুষ্ট না হয়েই বুধবার এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন হ্যাম নেতা। তবে বাড়তি আসনের দাবিতে সুর চড়ালেও মাঝি অবশ্য জানিয়ে রেখেছেন, এনডিএতেই থাকছেন। আর শরিক নেতার মান ভাঙাতে তাঁর সঙ্গে বিজেপি সভাপতি জে পি নাড্ডা কথা বলেছেন বলেও খবর।

    এনডিএ শিবিরে আসন ভাগাভাগি চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে দুই বড় শরিক বিজেপি ও জেডিইউ একশোটি করে আসনে লড়তে পারে বলে ঠিক হয়েছে। হ্যামের জন্য ১০টি ও চিরাগের এলজেপির জন্য ২৪টি আসন ছাড়া হতে পারে বলে খবর। যদিও চিরাগের দাবি, ২৪টি নয়, তাঁর দলকে ৪০টি আসন ছাড়তে হবে। এমনকী অসন্তুষ্ট চিরাগ এনডিএ ছেড়ে প্রশান্ত কিশোরের নতুন দল জন সুরাজ পার্টির সঙ্গেও হাত মেলাতে পারেন বলে সংবাদ মাধ্যমের বেশ কয়েকটি রিপোর্ট সামনে এসেছে। চিরাগের এই গোঁসার মধ্যেই এবার বেসুরো জিতনরাম মাঝিও। এদিন সকালে বিখ্যাত কবি রামধারী সিং দিনকরের জনপ্রিয় রচনার অংশ কিছুটা বদলে এনডিএ শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়ার চেষ্টা করেন তিনি। লেখেন, ‘হো ন্যায় আগার তো আধা দো, যদি উসমে ভি কোই বাধা হো, তো দে দো কেবল ১৫ গ্রাম, রাখো আপনি ধরতি তামাম।’ দিনকরের মূল লেখায় অবশ্য ১৫টি নয়, পঞ্চপাণ্ডব ৫টি গ্রামের দাবি জানিয়েছিলেন। আর মাঝি এদিন লিখলেন, হ্যাম ১৫টি গ্রাম (এক্ষেত্রে বিধানসভা আসন) পেলেই খুশি। পরিজনের বিরুদ্ধে আর ‘অস্ত্র’ তুলবে না। অর্থাৎ হ্যামের জন্য অন্তত ১৫টি আসনের দাবি জানিয়ে রাখলেন তিনি। ফলে চিরাগের মতো মাঝিও বাড়তি আসনের দাবিতে দর কষাকষি শুরু করে দিলেন।   
  • Link to this news (বর্তমান)