• জোড়া আসনে প্রার্থী হতে পারেন তেজস্বী যাদব, রাঘোপুরে লড়াই পিকের সঙ্গে?
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • পাটনা: বিহারের আসন্ন বিধানসভা ভোটে দু’টি আসন থেকে প্রার্থী হতে পারেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এর মধ্যেই একটি হল যাদব পরিবারের খাসতালুক বলে পরিচিত রাঘোপুর। এর পাশাপাশি এবার মধুবনির ফুলপরাস আসন থেকেও তিনি লড়তে পারেন বলে সূত্রের খবর। এই আসনে গত বিধানসভা নির্বাচনে ১১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউয়ের প্রার্থী শীলা কুমারী। ২০১০ সাল থেকেই এই আসনটি জেডিইউয়ের শক্ত ঘাঁটি বলে পরিচিত। রাঘোপুরের মতো পারিবারিক খাসতালুকের পাশাপাশি ক্ষমতাসীন এনডিএ শিবিরকে চ্যালেঞ্জের বার্তা হিসেবে তেজস্বী ফুলপরাস থেকেও লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এরইমধ্যে, রাঘোপুর থেকে জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তেমনটা হলে এই আসনে তেজস্বী যাদব ও প্রশান্ত কিশোরের মতো দুই হেভিওয়েট প্রার্থীর  লড়াইয়ের সাক্ষী থাকবে ‘যাদব-দূর্গ’। অতীতে এই রাঘোপুর থেকে জিতেছেন স্বয়ং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়িদেবী। ২০১৫ সালে এই আসন থেকেই প্রথমবার ভোটে লড়ে বিজেপি প্রার্থী সতীশ কুমারকে ৩৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে হারিয়েছিলেন তেজস্বী। 
  • Link to this news (বর্তমান)