• অনন্তনাগে অভিযানের মাঝে নিখোঁজ ২ জওয়ান, চলছে তল্লাশি
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা অভিযানের মাঝেই নিখোঁজ দুই জওয়ান। বুধবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দু’দিন আগে জঙ্গিদের খোঁজে কোকেরনাগের আহলান গাদোলে এলাকায় তল্লাশি শুরু হয়। সেই সময়েই প্যারা ইউনিটের দুই জওয়ান নিখোঁজ হয়ে যান। তাঁদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। হেলিকপ্টারে করেও অভিযান চলছে। যদিও দুই জওয়ানের কোনও হদিশ মেলেনি। জানা যাচ্ছে, বর্তমানে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের নয়া কেন্দ্র হয়ে উঠেছে আহলান গাদোলে। ২০২৩ সালের সেপ্টেম্বর এবং ২০২৪ সালের আগস্টে ওই দুই এলাকায় বড় ধরনের এনকাউন্টার হয়েছিল। গত বছরের সংঘর্ষে সেখানে দুই সেনা অফিসার, এক পুলিস অফিসার ও এক সাধারণ মানুষ জঙ্গিদের গুলিতে প্রাণ হারান। ঘন জঙ্গলঘেরা ওই এলাকায় বছর খানেক ধরেই সেনা অভিযান চলছে। তবে কোনও জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম বলে জানা যাচ্ছে। ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)