নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেছিলেন আইনজীবী রাকেশ কিশোর। এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সরব হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেছেন, এই ঘটনায় ক্ষুব্ধ প্রত্যেক ভারতবাসী। যদিও অভিযুক্তের হয়ে সওয়াল করলেন কর্ণাটকের বিজেপি নেতা ভাস্কর রাও। বেঙ্গালুরুর প্রাক্তন পুলিস সুপার ভাস্কর অভিযুক্তকে কুর্নিশও জানিয়েছেন। তাঁর মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।
প্রধান বিচারপতির উদারতায় ছাড়া পেয়ে গিয়েছেন অভিযুক্ত রাকেশ। তবে প্রধান বিচারপতির পরিবারের সদস্যরা বিষয়টিকে মোটেই হালকাভাবে নিতে রাজি নন। তাঁরা ঘটনাটিকে ‘সংবিধানের উপর হামলা’ বলেই আখ্যা দিয়েছেন। প্রধান বিচারপতির বোন কীর্তি গভাই বলেন, এধরনের জঘন্য আচরণ বন্ধ হওয়া দরকার। অন্যথায় ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এটা নিছক কোনও ব্যক্তির উপর আক্রমণ নয়। একটি বিষাক্ত আদর্শ বা নীতি হামলা চালিয়েছে সংবিধানের উপর। কেউ সংবিধানের বিরুদ্ধে গেলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অন্যদিকে, সবাইকে সংবিধান মেনে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন প্রধান বিচারপতির মা কমল গভাই। তাঁর কথায়, সংবিধানের মূল ভাবনা হল-নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন। সকলের সেই কথা মেনে চলা উচিত।
এরইমধ্যে জুতো ছোড়ার মতো ‘সাহসী’ কাজের জন্য ওই আইনজীবীর প্রশংসা করে কংগ্রেসের সমালোচনার মুখে পড়েছেন বিজেপি নেতা ভাস্কর। এদিন রাকেশের কাজের তারিফ করে ভাস্কর বলেন, এর জন্য যথেষ্ট সাহস দরকার। তিনি নিজের অবস্থানে অটল থেকেছেন।
ভাস্করের এই মন্তব্যের নিন্দা করে কংগ্রেসের মনসুর খান বলেছেন, ওই আইনজীবী গুরুতর বেআইনি কাজ করেছেন। তাও তাঁর সাহসকে প্রশংসা করছেন? আপনি একজন প্রাক্তন আইপিএস আধিকারিক। আপনার থেকে এধরনের মন্তব্য নিন্দাজনক। একসময় আপনার উপরেই আইনরক্ষা দায়িত্ব ছিল। এখন প্রধান বিচারপতির অপমানকারীকে সমর্থন করছেন। এটা অধঃপতন ছাড়া অন্য কিছু নয়।