• ১৬ মাওবাদীর আত্মসমর্পণ
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • রায়পুর: ছত্তিশগড়ের নারায়ণপুরে একইসঙ্গে আত্মসমর্পণ করলেন ১৬ মাওবাদী। এঁদের মধ্যে ৯ জনের মিলিতভাবে মাথার দাম ছিল ৪৮ লক্ষ টাকা। নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুরিয়ার দাবি, মাওবাদী সংগঠনগুলির ‘ভ্রান্ত ও অমানবিক’ মতাদর্শ মানতে না পেরেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন এঁরা। এছাড়া নিরীহ আদিবাসীদের উপর অমানবিক অত্যাচার এবং নিরাপত্তা বাহিনীর বাড়তি চাপে বিরক্ত হয়ে উঠেছিলেন সকলে। 

    আত্মসমর্পণকারীদের মধ্যে পোড়িয়া মারকম ওরফে রতন, গাওয়াডে ওরফে দিবাকর, মনোজ দুগ্গা, সুমিত্রা ও বনিলা ফর্সার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। রতন ছিলেন এঁদের নেতা। বাকি কয়েকজনের মাথার দাম ছিল ৫ লক্ষ ও ১ লক্ষ টাকা করে। আত্মসমর্পণকারীদের দলে ছিলেন সাত মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় আত্মসমর্পণকারীরা বলেছেন, শীর্ষ মাওবাদী নেতারা আদিবাসীদের জল, জঙ্গল ও জমি রক্ষার নামে প্রতারণা করে। তাঁরাও শোষণের শিকার হয়েছিল। বস্তার অঞ্চলে বিগত ২০ মাসে এই নিয়ে মোট ১ হাজার ৮৩৭ জন মাওবাদী আত্মসমর্পণ করেলেন।
  • Link to this news (বর্তমান)