দক্ষিণী তারকা মামুট্টির অফিসে ইডির অভিযান
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
চেন্নাই: মালায়লম তারকা মামুট্টির অফিসে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চেন্নাইয়ের গ্রিনওয়ে রোডের ওই এলাকায় আটজন ইডি অফিসার এবং সিআরপিএফ জওয়ানরা বুধবার তল্লাশি অভিযান চালান। জানা গিয়েছে, বিলাসবহুল গাড়ি ও বিদেশি মুদ্রার অবৈধ লেনদেন সংক্রান্ত এক মামলায় কেরল এবং তামিলনাড়ুর ১৭টি জায়গায় তল্লাশি চালানো হয়। তার মধ্যে দক্ষিণী তারকার প্রযোজনা সংস্থা ওয়েফেয়ার ফিল্মসও রয়েছে। মামুট্টি ছাড়াও এদিন অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ, দলকির সলমান এবং অমিত ছাকালাক্কালের মতো অন্য দক্ষিণী সেলিব্রিটিদের অফিস এবং বাড়িতেও তল্লাশি চলে। এদিন এর্ণাকুলাম, ত্রিশূর, কোঝিকোড়, মালাপ্পুরম, কোট্টায়াম এবং কোয়েম্বাটোরেও তল্লাশি অভিযান চালায় ইডি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কোয়েম্বাটোরের এক সংস্থা জাল নথিপত্র বানিয়ে সেনা, মার্কিন দূতাবাস, এমনকি বিদেশ মন্ত্রকের নামে গাড়ির ভুয়ো নম্বরপ্লেট সরবরাহ করেছে। অরুণাচল ও হিমাচলে সেইসব ভুয়ো নম্বর প্লেটের বিলাসবহুল গাড়ি অতিরিক্ত দামে বিক্রির অভিযোগেই ইডি তদন্ত শুরু করে।
Link to this news (বর্তমান)