• পিকনিকে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ৭ জন, উদ্ধার এক
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • বেঙ্গালুরু: ছুটিতে পিকনিক করতে গিয়েছিলেন। গন্তব্য কর্ণাটকের মারকোনাহাল্লি ড্যাম। মঙ্গলবার হইহই করে খাওয়া-দাওয়া, আড্ডা জমে উঠেছিল। হঠাৎই বিপত্তি। আচমকা বাঁধের জল ছাড়তেই ভেসে গেলেন মোট সাত জন। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। দীর্ঘ তল্লাশির পর নওয়াজ নামে একজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পরে আরও দুটি দেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। জানা গিয়েছে, এদিন ১৫ জন মিলে কর্ণাটকের তুমাকুরুর মারকোনাহাল্লি ড্যামে পিকনিক করতে গিয়েছিলেন। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু ছিল। ঠিক কখন, কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)