• বৌদ্ধ উৎসবে বোমা জুন্টা বাহিনীর, নিহত ৪০
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নয়াদিল্লি: পূর্ণিমার রাতে রক্তাক্ত মায়ানমার। চায়ুং ইউ শহরে স্থানীয় থাঠিনগিয়ুটি উৎসব চলাকালীন বোমা ফেলল জুন্টা সেনা। নিহত অন্তত ৪০ জন। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও। এছাড়াও জখম ৮০ জন। সোমবার রাতের ওই উৎসবে শামিল হয়েছিলেন কয়েকশো বৌদ্ধ ধর্মাবলম্বী। পাশাপাশি জুন্টা সরকারের অত্যাচারের বিরুদ্ধে সমাবেশেরও আয়োজন করা হয়েছিল সেখানে। অভিযোগ, রাত সাতটা নাগাদ জমায়েতকে নিশানা করে মায়ানমারের সেনা। মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে ছোড়া হয় বোমা। প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, ‘বোমা হামলায় শিশু সহ অন্যান্য নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। তাদের শনাক্ত করা যাচ্ছে না।’ একেবারে উৎসবের কেন্দ্রস্থলে অন্তত দু’টি বোমা ফেলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)