• এসএসসির ‘অযোগ্য’ প্রার্থীদের স্পষ্ট তালিকা দিতে সুপ্রিম নির্দেশ
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নভেম্বর মাসের গোড়াতেই প্রকাশ হবে নতুন নিয়োগ পরীক্ষার রেজাল্ট। বুধবার সুপ্রিম কোর্টে জানাল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে সেই রেজাল্ট প্রকাশ করলেই হবে না। এর পাশাপাশি যারা অযোগ্য বা দাগি, তাদের নামের তালিকা সহ বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দিল বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলক আরাধের বেঞ্চ।

    দুর্নীতির অভিযোগে এসএসসির প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঘোষণা করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ পরীক্ষার আগে অযোগ্যদের তালিকা প্রকাশও করেছিল কমিশন। কিন্তু সেই তালিকা নাকি অস্পষ্ট! কারা অযোগ্য হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিল, তাদের নাম রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না বলে অভিযোগ তুলেই মামলা দায়ের করেছেন বিজয় বিশ্বাস, সুকান্ত দাস এবং অয়ন সাহা। এদিন শুনানিতে তাঁদের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ‘অযোগ্যদের বিস্তারিত তথ্য কমিশন প্রকাশ করছে না।’ যদিও এসএসসির আ‌ইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ওয়েবসাইটে নাম প্রকাশ করা হয়েছে। ‘কিন্তু তাদের মধ্যে কেউ ফের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়নি তো?’ জানতে চান বিচারপতি সঞ্জয় কুমার। কল্যাণবাবু এবং রা঩জ্যের আর এক আইনজীবী কপিল সিবাল জানান, ‘অযোগ্যদের অ্যাডমিট কার্ডই দেওয়া হয়নি। ফলে তারা পরীক্ষায় বসতে পারেনি।’ 

    এই প্রসঙ্গে কল্যাণবাবু আরও জানান, পরীক্ষা হয়ে যাওয়ার পর রেজাল্ট প্রকাশের আগেই এসএসসি নিজেদের ওয়েবসাইটে মডেল উত্তরপত্র আপলোড করেছে। আশা করি নভেম্বর মাসের গোড়ায় ফলও প্রকাশ হয়ে যাবে। চাকরি বাতিলের সময়ই সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এসএসসিকে। যদিও এদিন শুনানিতে মামলাকারীর আইনজীবী সুপ্রিম কোর্টকে জানান, সব নাম প্রকাশ করেনি কমিশন। তাদের বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি। 

    তখনই শুনানির পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য, সব নাম প্রকাশ করুন। লোকেরা জানুক কারা অযোগ্য। নাহলে বার বার অযোগ্যরা সুপ্রিম কোর্টে ঘুরিয়ে ফিরিয়ে আবেদন করছে। তাই অযোগ্যদের বিস্তারিত প্রকাশ্যে আনুন। কারা সাধারণ, কারা তপশিলি জাতি/উপজাতিভুক্ত, সব তথ্য প্রকাশ করুন। আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। তার মধ্যে আশা করি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে কারা অযোগ্য সেটা সাধারণ লোকের জানা উচিত। তারা কোন শ্রেণির, সেটাই প্রকাশ করে দিন। বাকি যারা নতুন নিয়োগ পরীক্ষায় পাশ করবে, তাদেরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে হবে। সেটাও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। 
  • Link to this news (বর্তমান)