• জলমগ্ন এলাকায় পেটের রোগ ছড়ানোর আশঙ্কা, একাধিক ব্যবস্থা স্বাস্থ্যদপ্তরের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: আবহাওয়া পরিবর্তন, বৃষ্টি, গরম-সব মিলিয়ে জেলার বিভিন্ন জায়গায় বাড়ছে জ্বরের প্রকোপ। শিশু থেকে শুরু করে বয়স্ক-বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি, গত শনি ও রবিবারের বৃষ্টিতে কোচবিহার শহর সহ জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছিল। ফলে এলাকার টিউবওয়েল, পুকুর ইত্যাদিতে বাইরের জল ঢুকে গিয়েছে। সেই জল পরিশুদ্ধ না করে পান করলে ডায়ারিয়ার মতো অসুখ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। তাই  ব্লিচিং পাউডার, চুন ইত্যাদি দিয়ে টিউবওয়েল, পুকুরের জল শোধন করে বাসনপত্র বা হাত, মুখ ধোওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যদপ্তর। পাশাপাশি, ওই সব এলাকার টিউবওয়েলগুলি ওয়াশ করার কথা বলা হয়েছে। পেটের রোগ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য বিভিন্ন এলাকায় বিলি করা হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। তবে, কোনও এক জায়গায় প্রচুর মানুষের এক সঙ্গে জ্বর বা পেটের রোগে আক্রান্ত হওয়ার খবর নেই। জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিডিওদের এবিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

    মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রিকুমার আড়ি বলেন, জেলায় জ্বরের প্রকোপ বেড়েছে। যে সব জায়গায় নদী বা বৃষ্টির জল জমেছিল, সেখানে টিউবওয়েলগুলি ওয়াশ করার পরামর্শ দেওয়া হয়েছে। অনেকে পুকুর, জলাশয়ে বাসনপত্র, জামাকাপড় পরিষ্কার করেন। সেক্ষেত্রে সব জায়গায় প্যাকেটে ব্লিচিং পাউডার রেখে ঘাটে চুবিয়ে রাখতে হবে। এতে জল পরিষ্কার হবে। হ্যালোজেন ট্যাবলেটও দেওয়া হচ্ছে। বিডিও এবং উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে।  সিএমওএইচের দপ্তর। - ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)