• কালীপুজোয় ইংলিশবাজারের ঝলঝলিয়া যুবক বৃন্দে এবার থিম ‘ত্রিনয়ন’, থাকছে আলোর চমক
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • মঙ্গল ঘোষ  মালদহ

    ইংলিশবাজারে শহরের ঝলঝলিয়া যুবক বৃন্দে এবার কালীপুজোর থিম ‘ত্রিনয়ন’। মহাদেবের তিনটি নয়নকে থিমের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। এছাড়াও মণ্ডপ সাজানো হবে অসংখ্য প্রদীপ দিয়ে। দীপাবলিতে থাকছে আলোর চমক। কালীপুজোয় দেড় কিলোমিটার বেশি এলাকা চন্দননগরের আলোকসজ্জা দিয়ে মুড়ে ফেলা হবে। মণ্ডপের বাইরে  দর্শনার্থীদের বাড়তি পাওনা হবে দক্ষযজ্ঞ শো। সেসব আনা হচ্ছে বর্ধমান থেকে। মন্দিরের ভিতর এবং বাইরে প্রদীপ, মণ্ডপ এবং থিমের কাজ দর্শনার্থীদের মন ছুঁয়ে যাবে বলে দাবি উদ্যোক্তাদের। বুধবার জাঁকজমক করে ক্লাবের খুঁটিপুজো হয়। সেখানে ঢাকের তালে এদিন থেকেই মণ্ডপের কাজ এবং পুজোর প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। উপস্থিত ছিলেন  ইংলিশবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুজো কমিটির সম্পাদক গৌতম দাস, শহরের বিশিষ্ট সমাজসেবী শুভদীপ স্যানাল সহ অন্যরা। গৌতম বলেন, শুধু ঝলঝলিয়া নয়, আমাদের যুবক বৃন্দে উত্তরবঙ্গের অন্যতম বিগ বাজেটের কালীপুজো হয়। ঘটা করে খুঁটিপুজো হয়েছে। ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ১৯৬৪ সালে ক্লাবের প্রতিষ্ঠা হয়। কয়েক দশক ধরে বিগ বাজেটের কালীপুজো হচ্ছে ওই এলাকায়। কয়েক দিন মণ্ডপে ভিড় উপচে পড়ে। এবারও একাধিক সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। কয়েকদিন অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন মুম্বই সহ রাজ্যের জনপ্রিয় শিল্পীরা। প্রতিভা তুলে ধরতে স্থানীয় শিল্পীদেরও সুযোগ দেওয়া হবে।  ইংলিশবাজার পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলেন, তিনটি নয়ন দিয়ে থিম হবে। এছাড়াও বাংলার ঘরে ঘরে কালীপুজোয় প্রদীপ জ্বলে ওঠে। বাঙালির সেই ঐতিহ্য মণ্ডপ জুড়ে থাকবে। সবক্ষেত্রেই আমরা চমক দেওয়ার চেষ্টা করছি। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)