• জলপাইগুড়ির বিপর্যস্ত এলাকায় নিজের হাতে ত্রাণ বিলি পুলিশ সুপারের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি:  অন্য ভূমিকায় জলপাইগুড়ি পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত। বন্যা দুর্গতদের পাতে নিজের হাতে পরিবেশন করলেন খাবার।

    বিপর্যয়ে পাহাড়ের পাশাপশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ বিভিন্ন এলাকা লন্ডভন্ড। ফলে তাঁদের পাশে দাঁড়াতে বন্দুক, লাঠি ফেলে পুলিশ হাতে তুলে নিয়েছে খাবারের পাত্র। কমিউনিটি কিচেনে পুলিশকর্তারা নিজের হাতে সেই খাবার পরিবেশন করছেন। 

    নানা ইস্যুতে সমালোচনায় বিদ্ধ হতে হলেও উত্তরের বিপর্যয়ে মানুষের ‘ভরসা’ হয়ে উঠেছে পুলিশ। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে পুলিশ সুপার খাবার পরিবেশন করেছেন। কোচবিহারের কুচলিবাড়িতেও দেখা গিয়েছে পুলিশ, প্রশাসনের কর্তারা দুর্গতদের জন্য কমিউনিটি কিচেনে রান্না, খাবার পরিবেশন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারীদের এই সহমর্মিতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

    কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষের বক্তব্য, শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, বিপদের দিনে পুলিশ যে মানুষের পাশে দাঁড়ায়, সেটা প্রমাণ করছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)