• হরিরামপুরে বিজয়া সম্মিলনিতে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার বার্তা তৃণমূল নেতা রাজীবের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: হরিরামপুরে বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ও হরিরামপুর ব্লকে বিজয়া সম্মিলনি হয়। রাজ্য থেকে বিজয়া সম্মিলনিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব। 

    হরিরামপুর কলেজে বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে দলকে সংগঠিত হয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য লড়াইয়ের ডাক দিলেন। একসময় এই জেলার অবজার্ভারের দায়িত্বে ছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব। সেসময় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিয়েছিলেন। সেই প্রসঙ্গ এদিন না তুললেও জেলার নেতাদের মধ্যে যে দড়ি টানাটানি চলছে, তা বুঝে নেতাদের সতর্ক করেছেন তিনি। কোন্দলের জন্যই যে দলে বিপর্যয় নেমে আসছে তাও তিনি পরিষ্কার করে দেন। 

    রাজীবের কথায়, হরিরামপুর বিধানসভা আগে যতটা শক্তিশালী ছিল, আগামীতে তা আরও শ্রীবৃদ্ধি ঘটবে। কিন্তু জেলা তৃণমূলে ভালো ভালো নেতা থাকার পরেও দলের বিপর্যয় নেমে আসছে। এই জেলায় একে হারাতে গিয়ে আমি হারি, আমাকে হারাতে গিয়ে ও হারে। এই করতে গিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। আমাদের কোনও গোষ্ঠী নেই, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রাক্তন মন্ত্রীর বক্তব্য, হরিরামপুর ঠিকঠাক চললে গোটা জেলা ঠিকঠাক চলবে। 

    গত লোকসভা ভোটে বালুরঘাট আসন তৃণমূলের দখলে না যাওয়ায়  আক্ষেপের  সুর রাজীবের গলায়। বলেন, কী করে সুকান্ত মজুমদার জিতলেন। তিনি তো জেলায় একটিও কাজ করছেন না। উল্টে রাজ্যের মন্ত্রী সরকারের উন্নয়নমূলক কাজের ডালি সাজিয়ে ধরেছেন। এবিষয়ে বিজেপির জেলা  সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সুকান্ত মানুষের ভোট জিতেছেন। তিনি কী উন্নয়ন করেছেন, জেলার মানুষ তা জানেন। কোনও প্রাক্তন মন্ত্রীর কাছ থেকে আমরা নীতিকথা শুনতে চাই না।  

    কুমারগঞ্জ বিধানসভার বিজয়া সম্মিলনিতে জেলা তৃণমূলের দুই গোষ্ঠীর নেতারা হাজির থাকলেও হরিরামপুরে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, এবারে বিশ্বাসঘাতকরা সুবিধা করতে পারবেন না। কর্মীরা এবারে সজাগ থাকবে। আমরাও চাই ঐক্যবদ্ধভাবে লড়াই হোক। জেলায় যাতে আমাদের দলের সামগ্রিক ফলাফল ভালো হয়। আমার বিশ্বাস তাই-ই হবে। 
  • Link to this news (বর্তমান)