• সীমান্তের ওপারে চাষে বাধা ভারতীয় চাষিদের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, করিমপুর: ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে জমিতে চাষ করতে বাধা দেওয়া হল ভারতীয় চাষিদের। বাংলাদেশিদের বিরুদ্ধে ফসল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠল।  গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশিদের অত্যাচার বেড়েছে বলে সীমান্তের চাষিদের দাবি। করিমপুর ১ ব্লকের বালিয়াশিশা গ্রামের চাষিদের অভিযোগ, দেশভাগের সময়ে মাথাভাঙা নদীকে দু’ দেশের সীমান্ত নির্ধারক হিসেবে ধরা হয়। পরবর্তী সময়ে সেই নদী থেকে ভারতীয় সীমান্তে কিছুটা ভিতরে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। ফলে অনেকের জমি রয়ে যায় কাঁটাতরের বেড়ার ওপারে। তারপর থেকে কাঁটাতার টপকে ওপারে চাষ করতে যেতেন ভারতীয় চাষিরা। কিন্তু গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশিরা এখন আর পুরনো সেই মানতে চাইছে না। ভারতীয় চাষিদের দাবি, নতুন করে সীমান্তে জমি জরিপ করে দেশের সীমানা নির্ধারণ করা হোক। তবেই এই সমস্যার সমাধান হবে। কাঁটাতারের বেড়ার ওপারের জমি আছে এমন এক চাষি সনাতন মণ্ডল জানান, নদী সীমানা হওয়ায় সীমান্তের একাধিক জায়গায় কোথাও ভারতের ভূখণ্ড নদীর ওপারে বাংলাদেশের ভিতরে চলে গিয়েছে। আবার কোথাও বাংলাদেশের ভূখণ্ড মাথাভাঙা নদীর পূর্ব পাড়ে ভারতের মধ্যে চলে এসেছে। বাংলাদেশিদের অত্যাচার নতুন কিছু নয়। এর আগেও বহুবার নাসিরেরপাড়া সীমান্তে ফসল কেটে নিয়ে গিয়েছে বাংলাদেশিরা। কিন্তু গত প্রায় এক বছর থেকে বাংলাদেশিরা বালিয়াশিশা সীমান্তে নদীর পাড়ের দিকের ভারতীয় জমি দখল নিতে চাইছে। ওই গ্রামের চাষিদের অভিযোগ, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর থেকে মাথাভাঙা নদী পেরিয়ে বাংলাদেশের দুষ্কৃতীরা আমাদের মাঠের ফসল চুরি করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এপারের জমি তাদের বলে দাবি করে এদেশের চাষিদের ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে চাষের জমিতে যেতে বাধা দিচ্ছে। যার ফলে সীমান্ত একাধিক চাষিরা চরম সমস্যায় পড়েছেন। ভারতীয় চাষিরা জমি দখলে রাখতে ও নিরাপদে চাষ করতে বিএসএফের কাছে সাহায্য চান। সেই মতো বিএসএফ বেশ কয়েকবার বাংলাদেশের বিজিবির কর্তাদের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে। কিন্তু স্থায়ী সমাধান কিছুই হয়নি। বর্তমানে বিএসএফ চাষিদের বলছে, মাথাভাঙা নদীর পাড়ে যে জমিতে চাষ করা হচ্ছিল সেই জমিতে যা ফসল আছে তা ঘরে তুলে নেওয়া পর্যন্ত বিএসএফ তাদের নিরাপত্তা দেবে। তারপর দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে সীমান্ত এলাকার জরিপের মাধ্যমে সমাধান সূত্র খোঁজা হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের চাষিদের সঙ্গে বিএসএফের উচ্চ আধিকারিকদের বৈঠক হয়েছে। বিএসএফ সব সময় ভারতীয় চাষিদের পাশে আছে। বিজিবির সঙ্গে বৈঠকের মাধ্যমে বিএসএফ সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে।  প্রতীকী চিত্র
  • Link to this news (বর্তমান)