নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জেলায় অপরাধ দমন, আইনশৃঙ্খলাজনিত সমস্যা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখতে সমস্ত থানা এলাকা সিসি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা পুলিশ। সম্প্রতি বোলপুর শহরেও ৯৫টি নতুন সিসি ক্যামেরা লাগানো হয়েছে। মঙ্গলবার তারই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার আমনদীপ। তবে এই সিসিটিভি লাগানোর ‘কৃতিত্ব’ কার তা নিয়ে তরজা শুরু হয়েছে। বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা অবশ্য পুলিশের সামনেই সিসিটিভির কৃতিত্ব দিয়েছেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলকে। মন্ত্রীর দাবি, অনুব্রতবাবুর কথাতেই সাংসদ অসিত মাল তাঁর সাংসদ তহবিল থেকে সিসি ক্যামেরার জন্য ৪৫লক্ষ টাকা বরাদ্দ করেছেন।
মঙ্গলবার সিসি ক্যামেরার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাংসদ অসিত মাল, জেলার পুলিশ সুপার আমনদীপ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার(বোলপুর) রানা মুখোপাধ্যায়, বোলপুর থানার আইসি লিটন হালদার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ সূত্রের খবর, বোলপুর শহরে মাত্র চারটি সিসিটিভি ক্যামেরা সক্রিয় অবস্থায় ছিল। বাকি কিছু ক্যামেরা রয়েছে থানা চত্বরে। ফলে শহরে যে কোনও চুরি, ছিনতাই, ডাকাতি, খুন সহ যে কোনও অপরাধের কিনারা করতে গিয়ে ব্যাপক বেগ পেতে হচ্ছিল পুলিশকে। কোনও দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত ক্যামেরার ফুটেজের উপর ভরসা করতে হচ্ছিল। সিসিটিভি না থাকার কারণে অনেক ক্ষেত্রে তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছিল পুলিশ।
জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন, যে কোনও তদন্তের সুবিধার্থে সিসি ক্যামেরা অত্যন্ত জরুরি। অপরাধীকে চিহ্নিত করা, অপরাধ আটকাতে সিসিটিভির জুড়ি মেলা ভার। সেকারণেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা বসানো হল। বোলপুর থানার কন্ট্রোল রুম থেকে সেগুলির উপর নজরদারি চালানো হবে। আমরা চাই শহরবাসী থেকে পর্যটকরা নিরাপদে থাকুক। পুলিশ সুপারের দাবি, গত এক মাস ধরে বীরভূম জেলার বিভিন্ন থানায় প্রায় ৪০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এদিন বোলপুর থানায় সিসিটিভি কন্ট্রোল রুমের পাশাপাশি নবনির্মিত কনফারেন্স হলের উদ্বোধনও করেন জেলার পুলিস সুপার। পাশাপাশি, ‘অপারেশন প্রাপ্তি’ প্রকল্পের অধীনে এদিন ১৮জনের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়।
তবে মন্ত্রীর সিসি ক্যামেরা লাগানোর কৃতিত্ব অনুব্রত মণ্ডলকে দেওয়া নিয়ে ‘অসন্তুষ্ট’ পুলিশ মহলের একাংশ। অনুব্রতর সঙ্গে বোলপুর থানার আইসির ভাইরাল ফোনালাপ এখনও ভোলেনি রাজ্যবাসী। পুলিশের একটি সূত্রের দাবি, পুলিশের তদন্তের সুবিধার্থে জেলাজুড়েই সিসিটিভি ক্যামেরা লাগানোয় জোর দেওয়া হচ্ছে। বোলপুর থানার আইসি নিজে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে সাংসদের কাছে আর্জি জানিয়েছিলেন। যদিও সাংসদ অসিতবাবু বলেন, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে আলোচনা করেই এই টাকা বরাদ্দ করেছি। এতে মানুষের উপকার হবে। মন্ত্রী বলেন, বোলপুর শহর আন্তর্জাতিক শহর হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে ছিল। সেখান থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি।