• হাসনাবাদ-বারাসত শাখার পুরো অংশ ডাবল লাইন করতে তৎপরতা রেলের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: যাত্রী পরিষেবায় আরও গতি আনতে উদ্যোগী হল পূর্ব রেল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বারাসত-হাসনাবাদ শাখার পুরো অংশেই ডাবল লাইনের জন্য উদ্যোগ নিল রেল। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই লাইন ডাবল করার কাজ শুরু হবে বলে আশার বাণী শুনিয়েছে তারা।

    বহু বছর ধরেই বারাসত-হাসনাবাদ শাখার চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত সিঙ্গল লাইন রয়েছে। বারাসত থেকে কাকড়া-মির্জানগর পর্যন্ত রয়েছে ডাবল লাইন। ফলে বাকি অংশে সিঙ্গল লাইন থাকায় রেল পরিষেবা থেকে শুরু করে যাত্রী স্বাচ্ছন্দ্যে বেশ কিছু সমস্যা হচ্ছিল। বর্তমানে চাঁপাপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত সিঙ্গল লাইনে প্রতিদিন ২৩ জোড়া ট্রেন চলাচল করে। এতদিন ১৬.৫৪ কিলোমিটার রেলপথ সিঙ্গল লাইন থাকার ফলে ট্রেন চলাচল থেকে ক্রসিংজনিত দেরির কারণে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটছিল। এই অংশটি ডাবল লাইন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভারতীয় রেল বোর্ড সূত্রে খবর, খুব দ্রুত সার্ভের কাজ শুরু করা হবে। এই প্রকল্পের অনুমোদন মিলেছে। চূড়ান্ত সার্ভের কাজ শেষ হলেই ডাবল লাইন পাতার কাজ শুরু হবে। দ্রুত কাজও শেষ করতে চাইছে রেল কর্তৃপক্ষ। এটা শেষ হলে ট্রেন চলাচলের জটিলতা বা ক্রসিংয়ের সমস্যা কমবে। একইসঙ্গে চাঁপাপুকুর থেকে ভ্যাবলা হল্ট, বসিরহাট, অনন্তপুর, মধ্যমপুর, নিমদাঁড়িয়া বা কোদালিয়া, টাকি রোড এবং হাসনাবাদ স্টেশনের যাত্রীদের সুবিধা হবে। এনিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে, চাঁপাপুকুর-হাসনাবাদ পর্যন্ত ডাবল লাইন করা হবে। এজন্য দ্রুত চূড়ান্ত সার্ভের কাজ করা হবে।

    প্রসঙ্গত, হাসনাবাদ শাখায় টাকি একটি পর্যটন কেন্দ্র। টাকি থেকে ইছামতী নদী দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় হয়। নদীবক্ষে নৌকা করে বাংলাদেশ দেখার টানে পর্যটকদের আসা যাওয়া লেগেই রয়েছে। এছাড়াও টাকি শহরেও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। এই কাজ হলে পর্যটকদের রেলযাত্রায় স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 
  • Link to this news (বর্তমান)