• খেলার মাঠে ঢুকতে বাধা! ক্যাম্পাসের ভিতর মারধর গ্যাংটকের ৩ পড়ুয়াকে
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গ্যাংটকের তিন পড়ুয়াকে খেলার মাঠে ঢুকতে বাধা এবং মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর তিন ছাত্র কলকাতা ছেড়ে শুধু গ্যাংটকের বাড়িতেই চলে যাননি, সেখানে গিয়ে তাঁরা গ্যাংটক সদর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। নিউটাউনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্যাংটক সদর থানার পুলিশ মঙ্গলবার নিউটাউনের টেকনোসিটি থানায় এফআই‌আরের কপি ফরওয়ার্ড করেছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গ্যাংটকের ওই ছাত্রদের নামেও টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁরা প্রথমে এক ছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ। ঘটনার দিনই ওই ছাত্রের বাবা টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। দু’পক্ষের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৬ সেপ্টেম্বর। গ্যাংটকের ওই তিন ছাত্রের অভিযোগ, ওইদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে খেলতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, ঢোকার মুখেই কয়েকজন বাধা দেয়। অভিযোগ, তাঁদের বলা হয়, তোমরা আদিবাসী। তাই এখানে খেলতে পারবে না। তোমরা জঙ্গলে গিয়ে ফুটবল খেলো। এরপরই তাঁদের তিনজনকে ধরে বেধড়ক মারধর করা হয়। তাঁরা কোনওরকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচেন। পরেরদিন সকালে তাঁরা তিনজন কলকাতা ছেড়ে গ্যাংটকের বাড়িতে চলে যান। গত ২৪ সেপ্টেম্বর গ্যাংটক সদর থানায় তাঁরা লিখিত অভিযোগ  দায়ের করেন। অভিযোগে দু’জনের নামও দেওয়া হয়েছে। যদিও ১৬ সেপ্টেম্বর এক ছাত্রের বাবা টেকনোসিটি থানায় গ্যাংটকের ওই তিন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বলেছেন, তাঁদের মারে তাঁর ছেলে মারাত্মকভাবে জখম হয়েছে। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাই দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)