সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে চালু হল নয়া ফুটওভার ব্রিজ
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের আইটি হাব হিসেবে পরিচিত সল্টলেক সেক্টর ফাইভে রোজ প্রচুর মানুষ যাতায়াত করেন। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে পশ্চিমদিকের প্রান্তিক স্টেশনও এই সেক্টর ফাইভ। তার কাছেই রয়েছে আইটি সেন্টার মেট্রো স্টেশন। প্রস্তাবিত কবি সুভাষ থেকে বিমানবন্দর মেট্রো রুটের অন্যতম অংশ এটি। যদিও এই স্টেশন এখনও চালু হয়নি। তবে ভবিষ্যতে দুই স্টেশনকে সংযুক্ত করার কাজ সেরে ফেলল রেল। সেক্টর ফাইভ ও আইটি সেন্টার স্টেশনের মধ্যে যাতায়াতের জন্য নয়া ফুটওভার ব্রিজ (এফওবি) যাত্রী পরিষেবায় খুলে দেওয়া হল। এই ব্রিজটির মাধ্যমে আগামী দিনে যাত্রীরা গ্রিন ও অরেঞ্জ লাইনের মধ্যে ট্রেন বদলের সুযোগ পাবেন। সেজন্য বর্তমানে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে নেমে ব্যস্ত রাস্তা পারাপারের ঝক্কি পোহাতে হবে না। এফওবি’র মাধ্যমেই এপার-ওপার করতে পারবেন। এক্ষেত্রে পথ দুর্ঘটনার আশঙ্কা কমবে। একই সঙ্গে সড়কপথে যান চলাচল আরও মসৃণ হবে।