• যোধপুর পার্ক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, অসুস্থ দমকলকর্মী
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টিবিঘ্নিত বুধবারের দুপুরে যোধপুর পার্ক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। তার জেরে মাছ বিক্রির বেশ কয়েকটি চাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। যদিও আগুন নেভানোর সময় ধোঁয়ায় দম আটকে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মী। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর নাম অনিল পাল (৫০)। টালিগঞ্জ ফায়ার ব্রিগেডের কর্মী তিনি। তবে কী কারণে এই আগুন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। যদিও দমকলকর্মীদের দাবি, বৃষ্টিতে কোনওভাবে বাজারের বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়ে থাকতে পারে। সেখান থেকেই আগুনের উৎপত্তি। দুপুরবেলায় বেচাকেনা শেষ হয়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেখানে আগুন লেগেছে সেখানে মাছের বাজার বসে। মাথার উপর ত্রিপল ঢাকা থাকে। প্লাস্টিক দাহ্য বস্তু হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)