• আরামবাগে রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের জের, রাজস্ব আদায়ে বিপুল ক্ষতির মুখে রাজ্য পরিবহণ দপ্তর
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের জেরে ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন মহল। রাজ্যের পরিবহণ দপ্তরও রাজস্ব আদায়ে বিপুল ক্ষতির মুখে পড়েছে। সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ হয়েছে। তার ফলে আরামবাগ মহকুমা এলাকায় পরিবহণ দপ্তরের তরফে বহু ওভারলোডিং গাড়ির বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। গত বছরের তুলনায় চলতি মরশুমে রাজস্ব আদায়ে প্রায় ৩৮ শতাংশ ঘাটতি দেখা দিয়েছে। তার ফলে বার্ষিক রাজস্ব আদায়ের টার্গেট পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে পরিবহণ দপ্তরের অধিকারিকদের একাংশের অভিমত।

    যদিও আরামবাগের এআরটিও দেবাশিস সরকার বলেন, আমরা নিয়মিত বেআইনি পরিবহণের বিরুদ্ধে অভিযান চালাই। কিন্তু রামকৃষ্ণ সেতুতে ভারী যান চলাচল বন্ধ থাকায় আরামবাগের দিকে বহু গাড়ি আসছে না। তাতে সেইসব ওভারলোডেড যানবাহনের বিরুদ্ধে আরামবাগ থেকে আমরা ব্যবস্থা নিতে পারছি না। তাই রাজস্ব আদায়ও কম হচ্ছে। কিন্তু মহকুমার অন্য এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তাতে রাজস্ব আদায়ও হচ্ছে।

    পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, অভিযান চালিয়ে প্রতি মাসে গড়ে ১৫-১৬ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়। চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ প্রায় ২৭ লক্ষ টাকা রাজস্ব আদায় করতে পেরেছিল পরিবহণ দপ্তর। কিন্তু এই বছর আগস্ট মাসের পর থেকে রাজস্ব আদায়ে কিছুটা ঘাটতি এসেছে। দপ্তরের এক আধিকারিক বলেন, গত বছরের তুলনায় চলতি আগস্ট-সেপ্টেম্বর মাস নাগাদ রাজস্ব আদায়ে প্রায় ৩৭ শতাংশ ঘাটতি রয়েছে।

    উল্লেখ্য, গত আগস্ট মাসের গোড়ার দিকে রাতে আরামবাগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তারপর থেকেই সেতুর উপর দিয়ে বাস সহ ভারী যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পূর্তদপ্তর সেতু মেরামতির কাজ শুরু করেছে। সেইজন্য সেতুতে ভার কমাতে ভেঙে যাওয়া অংশের উল্টো দিকের গার্ডওয়ালের একাংশ ভাঙা হয়েছে। একলক্ষ্মী, উচালন হয়ে ঘুরপথে চলাচল করছে ভারী যানগুলি। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বহু ভারী যান রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কলকাতায় যাতায়াত করে। বর্তমানে সেতু বিপর্যয়ের ফলে অনেক যানই বর্ধমান হয়ে চলে যাচ্ছে। তার ফলে গোঘাট থানা এলাকার মধ্যে পরিবহণ দপ্তর অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এক আধিকারিক বলেন, কোনও ওভারলোডেড যানকে বাজেয়াপ্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সেতু বন্ধ থাকায় সেটিকে আরামবাগের পার্কিং জোনে আনা কঠিন হয়ে উঠেছে। তবে শুধু অভিযানের ক্ষেত্রে নয়, অন্য খাতে আদায় হওয়া রাজস্বেও ঘাটতি আছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)