নথি জাল করে ৪টি লরি হাতিয়ে নেওয়ার অভিযোগ, ধৃত কর্মচারী
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন নথিপত্র জাল করে চারটি লরি নিজের নামে করে নেওয়ার অভিযোগে শেক্সপিয়র সরণি থানার পুলিশ মঙ্গলবার এক সংস্থার কর্মচারীকে গ্রেফতার করে। তাঁর নাম কৃষাণ ভার্মা। বাড়ি রাজস্থানে। কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে বরানগর থেকে। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করানো হয়। বিচারক জামিনের আর্জি নাকচ করে দিয়ে তাঁকে ২০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি আইনজীবী রাধানাথ রং এদিন জানান, সংস্থার পক্ষ থেকে নাগাল্যান্ড পুলিশের কাছে সম্প্রতি ‘জিরো এফআইআর’ করা হয়েছিল। কিন্তু যেহেতু পুরো বিষয়টি কলকাতায় সংগঠিত হয়েছিল, তাই সেখানকার পুলিশ ওই এফআইআর পাঠিয়ে দেয় শেক্সপিয়র সরণি থানায়। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। সরকারি আইনজীবী এদিন আদালতে জানান, অভিযোগকারী সংস্থা ব্যাঙ্ক থেকে বড় অংকের লোন নিয়ে ওই চারটি লরি কিনেছিল। ধৃত কর্মচারী সংস্থার বিভিন্ন কাজকর্ম দেখাশোনা করতেন। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়েই ওই কর্মচারী লরির যাবতীয় কাগজপত্র জাল করে তা নিজের নামে করিয়ে নেন। শুধু তাই নয়, অভিযোগকারী সংস্থার তরফে লোনের যে মাসিক কিস্তি ব্যাঙ্কে জমা দেওয়া হতো, সেই নথিও জাল করেন অভিযুক্ত। সরকারি আইনজীবী বলেন, ‘এমনভাবে কাগজপত্রের কারসাজি করা হয়েছিল, মনে হতে পারে, কিস্তির টাকা শোধ করছেন অভিযুক্ত ব্যক্তিই।’ ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কি না, দেখা হচ্ছে।