খালের জলে পড়ে মৃত্যু ৫ বছরের শিশুকন্যার, চিকিৎসাধীন আরও ১
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: খালের ধারে খেলা করছিল দুই শিশু। একজনের বয়স ৫, অন্যজনের ৪ বছর। কোনওভাবে সেই খালের জলে পড়ে যায় ৫ বছরের এক শিশুকন্যা। মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৪ বছরের শিশুকে। সে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকালে নিউটাউনের তারুলিয়া ফার্স্ট লেন এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম ঋতু কোনাই। চিকিৎসাধীন শিশুর নাম প্রিয়াংশু কুমার। ঋতুর বাড়ি মুর্শিদাবাদে এবং প্রিয়াংশুর বাড়ি উত্তর প্রদেশে। দুই শিশুর পরিবারই খালধারের বাড়িতে ভাড়া থাকত। বাড়ি থেকে ১০০ মিটার দূরেই খাল। এখন বেশ জলও রয়েছে। প্রায়শই সেখানে খেলা করত ওই দুই শিশু। এদিন খেলতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। জলে পড়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা দু’জনকেই উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঋতুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় খালের ধারে ফেন্সিং দেওয়া হয়নি। কাজটি দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ফেন্সিং থাকলে হয়তো দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনাস্থলটি বিধাননগর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এদিনই ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলার সুশোভন মণ্ডল। তিনি বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। মামলার কারণেই ওই এলাকায় ফেন্সিংয়ের কাজ এখন স্থগিত রয়েছে। আমরা জানতে পেরেছি, প্রথমে ৪ বছরের শিশুটি কোনওভাবে জলে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়েই ডুবে যায় ৫ বছরের শিশুকন্যা।’