• ছেলে-মেয়েদের জন্য আর আলাদা স্কুল নয়, নির্দেশ দিল মহারাষ্ট্রের সরকার
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • বড় পরিবর্তন আসছে মহারাষ্ট্রের শিক্ষাক্ষেত্রে । সেখানে ছেলে এবং মেয়েদের জন্য আর আলাদা স্কুল থাকবে না। এখন থেকে ছেলে এবং মেয়েরা পড়াশোনা করবে একই স্কুলে। ছেলে-মেয়েদের জন্য তৈরি আলাদা আলাদা স্কুলগুলি একত্রিত করে শুরু হচ্ছে কো-এডুকেশনে পড়াশোনা। লিঙ্গ বৈষম্য দূর করতেই এই সিদ্ধান্ত। এই নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের সরকার।

    বুধবার এই নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্কুল শিক্ষা ও ক্রীড়া দপ্তর। জানা গিয়েছে, বম্বে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে। এর ফলে বদল হচ্ছে ২০০৩ এবং ২০০৮ সালে দেওয়া নির্দেশ। জানা গিয়েছে, বোম্বের আদালত পিটিশন নম্বর ৩৭৭৩/২০০০-এ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সেখানে আর আলাদা করে মেয়েদের স্কুল চালানো যাবে না। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    কেন এই পদক্ষেপ করা হয়েছে তাও জানিয়েছে মহারাষ্ট্রের সরকার। সেখানকার রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, এই নীতির লক্ষ্য হল স্কুলে লিঙ্গ বিভাজন দূর করা। সেই সঙ্গেই ছাত্রছাত্রীদের এমন পরিবেশে বড় হওয়া নিশ্চিত করা, যা বাস্তব জগতের বৈচিত্র্যকে প্রতিফলিত করে।

    সরকারি বিবৃতিতে বলা হয়েছে, কো-এডুকেশন পড়ুয়াদের শিক্ষা এবং কার্যকলাপে অংশগ্রহণ বাড়ায়। সেই কারণেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং ছোট থেকেই লিঙ্গ বৈষম্য রোধ করার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে ছেলেমেয়েরা একসঙ্গে পড়লে ভারসাম্যপূর্ণ ভাবে তাদের ব্যক্তিত্ব গড়ে উঠবে ।

    কো-এডুকেশনে শুধু লিঙ্গ সমতাই নয়, পারস্পরিক সম্মান ও যোগাযোগের মাধ্যমে সামাজিক শিক্ষাকেও জোরদার করা যাবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার। তাদের মতে, এই পড়াশোনা পড়ুয়াদের স্কুল-পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করবে। এই শিক্ষা সহযোগিতা ও অন্তর্ভুক্তি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কাজে লাগবে।

    ২০২৪-২৫ সালের সরকারি তথ্য অনুসারে, মহারাষ্ট্রে ১.০৮ লক্ষ স্কুল আছে। এর মধ্যে শুধুমাত্র মেয়েদের জন্য স্কুল আছে ১.৫৪ শতাংশ। আর শুধুমাত্র ছেলেদের জন্য স্কুলের সংখ্যা ০.৭৪ শতাংশ। বাকি সব স্কুলেই কো-এডুকেশন চলছে।

    এখন যে স্কুলগুলি আলাদা ভাবে চলছে সেগুলিকে মিলিয়ে দেওয়া হবে।

  • Link to this news (এই সময়)