• ‘ভোট টাফ’, সতর্কবার্তা কেষ্টর, বিজয়া সম্মিলনীর মঞ্চে পাখির চোখ বিধানসভা নির্বাচন
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • এই সময়, বোলপুর: ‘এ বার ভোট খুব টাফ’ — ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে দলের নেতা-কর্মীদের সাবধান করে দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে বুধবার বিজয়া সম্মিলনী ছিল৷

    উপস্থিত ছিলেন জেলার সমস্ত স্তরের নেতারা। অনুব্রত ছাড়াও ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল–সহ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির ন’জন সদস্য৷ পারিবারিক কাজে ব্যস্ত থাকায় ছিলেন না শুধু জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

    ওই মঞ্চ থেকেই অনুব্রত বলেন, ‘আমরা নেতারা মুখে বলেই খালাস। আসল কাজটা করেন ব্লক, অঞ্চল সভাপতি, দলের কর্মীরা৷ আপনারাই আসল কারিগর। ২৬-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে বীরভূম থেকে ১১টা আসনই জিততে হবে৷

    যদি নিজেদের মধ্যে কোনও ঝগড়া থাকে, আপোষে মিটিয়ে নিন৷ সবাই অ্যাক্টিভ হোন৷ মনে রাখবেন, এ বার ভোট কিন্তু খুব টাফ৷ বিজয়া সম্মিলনীগুলোতে বুথের মানুষকে বেশি করে নিয়ে আসুন৷ মহিলাদের বেশি করে নিয়ে আসুন৷ মহিলারাই আসল হাতিয়ার, মহিলারা থাকলে জয়লাভ করা যায়।’

    রাজনৈতিক মহলের দাবি, এই আতঙ্ক তৈরি হয়েছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘সার’–কে ঘিরে। ‘সার’ হলে কী ভাবে ভোটার তালিকায় কারচুপি রুখতে হবে, ওই বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেই এ দিন তা নিয়ে নেতাকর্মীদের সাবধান করতে শোনা যায় চন্দ্রনাথকে।

    তিনি বলেন, ‘বিহারের মতো এখানেও সার করবে৷ এখানে এক কোটি ভোট এদিক-ওদিক করতে পারে৷ তাই যত ভালোই ভোট করুন, জেতা মুশকিল হবে।’ এরপরেই বিএলওদের নিয়ে মিটিং ডাকতে বলেন অনুব্রত।

    বিজয়া সম্মিলনীতে উপস্থিত সমস্ত স্তরের নেতাদের বলা হয়, ১১–১৮ অক্টোবর বীরভূমের ২৭টি জায়গায় বিজয়া সম্মিলনী করতে হবে। কোর কমিটির সদস্যরা যে যেখানে সময় পাবেন, যাবেন৷

  • Link to this news (এই সময়)