মেঘাচ্ছন্ন থাকতে পারে শহরের আকাশ, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা?
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেও কলকাতায় ফের সক্রিয় বর্ষা। গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহরে টানা বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাতেও আকাশ থাকতে পারে সাধারণত মেঘলা। এমনকী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল, কলকাতায় শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.২ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গড় মানের তুলনায় সামান্য ০.৭ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৮৬ শতাংশ।