• পুলিশের জালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের জালে ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথন। তাঁর সংস্থা শ্রীসান ফার্মাসিউটিকালের তৈরি কফ সিরাপ খেয়েই ইতিমধ্যে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এরপর থেকেই রঙ্গনাথনের খোঁজ চালাচ্ছিল পুলিশ। খোঁজ দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ। সূত্রের খবর, বুধবার মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে একটা বিশেষ অভিযান চালায় পুলিশ। এই অভিযানেই চেন্নাই থেকে এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। এরপরেই রঙ্গনাথনকে গ্রেপ্তার করে পুলিশ।

    ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একের পর এক শিশু মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বুধবারই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র।

    কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, মঙ্গলবার সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলাটি দায়ের করেছেন। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক।
  • Link to this news (প্রতিদিন)