• ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১৬ মাওবাদীর! সবমিলিয়ে মাথার দাম ছিল ৪৮ লক্ষ
    প্রতিদিন | ০৯ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদী ঘাঁটি ছত্তিশগড়ে বড় সাফল্য। বুধবার নারায়ণপুর জেলায় অস্ত্রসস্ত্র সমেত আত্মসমর্পণ করল ১৬ মাও নেতা। সবমিলিয়ে তাদের মাথার দাম ছিল ৪৮ লক্ষ টাকা। ছত্তিশগড়-সহ বিভিন্ন রাজ্যে লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের এত জন মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তরক্ষীদের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। 

    জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সদস্য ছিল। পাশাপাশি, আত্মসমর্পণকারীদের মধ্যে সাত জন মহিলা। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল ডেপুটি কমান্ডার পোদিয়া মারকাম ওরফে রতন এবং প্লাটুন সদস্য মনোজ দুগ্গা ওরফে, সুমিত্রা ওরফে সানি কুরসাম এবং ভ্যানিলা ফারসা। ‘নৃশংস’ এবং ‘আমানবিক’ মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

    প্রসঙ্গত, মাওবাদীদের অস্ত্র ত্যাগ করাতে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন এনেছে ছত্তিশগড় সরকার। যেখানে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা প্রদান করা হয়। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হয় নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়। যাঁরা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁরাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে। পুনর্বাসনের এই প্যাকেজে রয়েছে চাকরি এবং সন্তানদের শিক্ষায় সাহায্যও।
  • Link to this news (প্রতিদিন)