• দেশের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার চেষ্টা, সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার হারালেন সেই আইনজীবী
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৫
  • দেশের প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরকে বহিষ্কার করল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। তাঁর এন্ট্রি কার্ডও বাতিল করা হয়েছে। স্বাভাবিক ভাবেই সুপ্রিম কোর্টে তাঁর ঢোকার উপরেও নিষেধাজ্ঞা আরোপিত হলো এই পদক্ষেপে, মত আইনজীবী মহলের।

    সোমবার সকালে সুপ্রিম কোর্টের ১ নম্বর আদালতে শুনানি চলাকালীন আচমকাই প্রধান বিচারপতি বিআর গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়ার চেষ্টার অভিযোগ ওঠে রাকেশ কুমার নামে এক আইনজীবীর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গেই তাঁকে সেখান থেকে সরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। সেই সময়ে ওই আইনজীবী চিৎকার করে বলছিলেন, ‘সনাতন ধর্মের উপরে আঘাত দেশ মেনে নেবে না।’ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। রাকেশ কিশোরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিও উঠেছিল।

    সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই পদক্ষেপ। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের নিন্দনীয়, উচ্ছৃঙ্খল এবং অসংযমী আচরণ আদালতের একজন আফিসারের জন্য সম্পূর্ণরূপে অশোভন। তা পেশাদারিত্ব, নীতি, ভদ্রতা এবং সুপ্রিম কোর্টের মর্যাদার লঙ্ঘন।’

    এ দিকে এই গুরুতর অভিযোগ ওঠার পরে ৭২ বছর বয়সি আইনজীবী রাকেশ কিশোর দাবি করেছেন, তিনি অনুতপ্ত নন। পরিবর্তে জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। অবশ্য ঘটনার তীব্র নিন্দা করেছে রাকেশের পরিবার। জনসমক্ষে বেরোতেও লজ্জা পাচ্ছেন তাঁরা, এই দাবি করেছেন। যদিও রাকেশের বক্তব্য, তাঁর উপরে নাকি দৈবশক্তি ভর করেছিল। সম্প্রতি খাজুরাহোর জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি ভগ্নপ্রায় বিষ্ণুমূর্তি সংস্কার করে পুনরায় প্রতিষ্ঠার দাবিতে এক ব্যক্তি মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে শুনানির সময়ে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘যান, ভগবানকে গিয়ে বলুন।’ রাকেশের দাবি, তাঁর ভাবাবেগে আঘাত লেগেছিল এই বক্তব্য।

  • Link to this news (এই সময়)