• চাপ চাপ রক্ত, থকথকে পচা গলা দেহ, সেসবের সঙ্গেই গভীর যোগ ব্যক্তির, কী করেন? শুনলে চমকে যাবেন...
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নানা মানুষ। কাজ নানা। কেউ স্কুলে পড়ান, কেউ বিমান চালান, কেউ যুদ্ধ করেন, কেউ খবর লেখেন, কেউ বাড়ি বানান আর কেউ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন চারপাশ। তাই বলে এটাও কাজ? এই ব্যক্তির কাজের পরিচয় শুনে আঁতকে ওঠেন স্থানীয়রা।

    কে তিনি? কী কাজ করেন? 

    ৪৯বছরের বেন জাইলস। গত ২৫ বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন। কী কাজ? জানা গিয়েছে, দীর্ঘ কর্মজীবনে এমন সব জায়গা পরিচ্ছন্ন রাখার কাজ করছেন তিনি, যা ভেবেই আঁতকে ওঠেন বেশিরভাগ মানুষ। যেমন অপরাধের জায়গা, মৃত্যু, খুন, পচে যাওয়া দেহ, সেসব জায়গায় গিয়ে পরিষ্কার করাই তাঁর কাজ। তাঁকে ব্রিটেনের "সবচেয়ে বিপজ্জনক পরিচ্ছন্নতাকর্মী" বলা হয়ে থাকে। 

    ওয়েলসের কার্ডিগানের জাইলস। বাবা-মা কাজ করতেন ক্ষেত-খামারে। শৈশব থেকে কখনও পরিবারে স্বচ্ছলতা দেখেননি। ফলে, তাড়াতাড়ি ঢুকে পড়েন কাজের জগতে। তাঁর কর্মজীবন শুরু হয় ২০০০ সালে। যখন তিনি আলটিমা প্রতিষ্ঠা করেন। যা ব্রিটেনের শীর্ষস্থানীয় জৈব-ঝুঁকিপূর্ণ পরিষ্কার পরিষেবায় পরিণত হয়। পরবর্তীতে আলটিমাকে অ্যাটলাস এফএম অধিগ্রহণ করে, যার মূল্য ছিল ৩৫০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩,৭০০ কোটি টাকা)। জাইলস দীর্ঘকাল ঝুঁকিপূর্ণ জায়গায় পঁছে গিয়ে নিমেষে পরিষ্কার করেছেন। তবে এখন তাঁর সংস্থা অনেক বড় বহরে। সেখানে বহু মানুষ কাজ করেন। জাইলস এখন, মাঝে মাঝে অপরাধের দৃশ্য পরিদর্শন করার সময় পরামর্শদাতা হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। 

    তাঁর কর্মজীবন জুড়ে, জাইলস এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যা বেশিরভাগ মানুষকে আতঙ্কিত করে তোলে। যেমন- রক্ত, পড়ে থাকা  শরীরের অংশ, প্রস্রাব, বমি এবং পচে যাওয়া দেহ। তবে, তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। মনে করেন যে তিনি যে এসব কাজ করে থাকেন, তাতে মানুষের উপকার। তিনি জানিয়েছেন, অনেকসময় তিনি কোন কাজে যাচ্ছেন, সেখানে গিয়ে কোন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন, তা জানেন না। 

    কিন্তু জানেন কি, কেন তিনি এই কাজ করতে শুরু করেছিলেন?

    জানা যায়, কাজ শুরু করতে হবে, রোজগার করতে হবে, সেই ভাবনা থেকেই পরিচ্ছন্নতার কাজে যোগ দেওয়া। তিনি জানিয়েছেন, মূলত বাবা মা কাজে ব্যস্ত থাকায় তিনি মাঝে মাঝেই নিজের এবং অন্যের ঘরবাড়ি পরিষ্কার করতেন। ধীরে ধীরে কাজের বিনিময়ে টাকা নেওয়া শুরু করেন। জানলা ধুয়ে দেওয়ার জন্য টাকা নিতেন। তবে অনেক ঘটনা তাঁর মনে গভীর দাগ কেটেও গিয়েছে। যেমন একটি ঘটনার কথা তিনি কিছুতেই ভুলতে পারেন না। কাজের খাতিরেই এমন একটি ঘর পরিষ্কার করেছিলেন তিনি, যেখানে একজন ব্যক্তি তাঁর স্ত্রীকে হত্যা করে রান্নাঘরের ড্রয়ারের ভিতরে ভরে রেখেছিলেন। জাইলস বর্ণনা করেন, 'একজন বিবাহিত পুরুষ হিসেবে, আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি।' রান্নাঘরে ঘর, সব জায়গায় রক্ত, সেই দৃশ্য তিনি কখনও ভুলবেন না বলেও জানিয়েছেন তিনি। 

     তাঁর বড় সাফল্য আসে যখন তিনি এজ কনসার্ন থেকে প্রস্রাব, মল এবং মাছি ভনভনে করা অস্বস্তিকর অবস্থায় একটি ফ্ল্যাট পরিষ্কার করার জন্য একটি ফোন পান। ওই কাজ করার পর থেকেই তিনি সিদ্ধান্ত নেন, এই ধরণের কাজ, যা অনেক সময় সাধারণ মানুষ করতে চান না, কর্মীরাও যেতে ভয় পান, দায়িত্বের সঙ্গে সেসব কাজ করবেন তিনি। 
  • Link to this news (আজকাল)