বৃষ্টি পিছু ছাড়ছে না, আর কতদিন বাংলায় ভোগান্তি? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ...
আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরের শুরুতেও বৃষ্টি থামার লক্ষণ নেই। ভারী বৃষ্টির দাপট কমলেও, নিত্যদিন কয়েক পশলা বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। দিন কয়েক আগেই উত্তরবঙ্গ প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ হয়ে গেছে। বন্যার কবলে এখনও বিস্তীর্ণ এলাকা। মৃত্যুমিছিল জারি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যদিও আপাতত বৃষ্টির দাপট কমেছে। রোদের দেখাও পাওয়া গেছে। কিন্তু আর কতদিন বাংলায় বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে? অবশেষে জানাল হাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গেও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বর্তমানে বাংলার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমবে। শুক্রবারে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে। চলতি সপ্তাহান্তের পর বাংলার আবহাওয়া আবারও বদলে যাবে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। চলতি সপ্তাহান্তে একাধিক রাজ্যের পাশাপাশি বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।
১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।