• বুনো শুয়োরের থেকে শস্য বাঁচাতে জমিতে বিদ্যুৎবাহী তার, ফসল রক্ষা পেলেও রক্ষা পেল না মানুষ...
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বুনো শুয়োরের থেকে শস্য বাঁচাতে ধান জমির ওপর বিদ্যুতের তার। আর তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। হাওড়ার জগৎবল্লভপুরের ঢালিপাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা নবকুমার দাস (৬৫) বাড়ির গৃহপালিত পশুর জন্য ঘাস কাটতে যান। এরপর রাত পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ধান জমির ওপরেই নববাবুর দেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এভাবে বিদ্যুৎবাহী তার জমিতে ফেলে রেখেছিল সে বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ।

    এবিষয়ে স্থানীয় বাসিন্দা বাপ্পা দাস বলেন, 'বুধবার বিকেলে নবকুমারবাবু মাঠে কাজে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা মাঠে খোঁজ করেন। কিন্তু অন্ধকার হওয়ার কারনে খোঁজ পাননি তাঁরা। বৃহস্পতিবার সকালে খোঁজ করেছিলেন তাঁরা। কিন্তু নিখোঁজ ব্যক্তির হদিস পাওয়া যায়নি। পরে কোনো একজন ব্যক্তি জমি দেখতে গিয়ে দেখেন নবকুমারবাবু মাঠে পড়ে আছেন। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। কী কারন মাঠে তার লাগানো হয়েছে তা জানা নেই। তবে মনে হয় বন্যপ্রাণীদের থেকে শস্য বাঁচাতে বিদ্যুৎবাহী তার লাগানো হয়েছে। মনে হয় সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওঁর।'

    স্থানীয় এক পুলিশ আধিকারিক বলেন, 'এদিন সকালে এক ব্যাক্তির দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই এলাকায় শুয়োর এবং অন্যান্য বন্যপ্রাণীর উপদ্রবের কারনে হুকিং করে মাঠে বিদ্যুৎবাহিত তার রাখা হয়। সকালবেলায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলেও রাতে সেই তারে বিদ্যুৎ সংযোগ করা হয়। এই ঘটনা রাতের দিকেই ঘটেছে। ৩ জনের নামে অভিযোগ করা হয়েছে। অবহেলার কারনে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'

    চলতি বছর ৫ আগস্ট হাওড়া রামরাজাতলার রামচরণ শেঠ রোডে  বাড়ির গ্রিলে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় বিজয় দাস (৪০) ওরফে নানকি নামে এক যুবকের। ওই আবাসনের মিটার বক্সের থেকে একটি ইলেকট্রিকের তার বেরিয়ে ওই বাড়ির গ্রিলের সঙ্গে লেগেছিল।  সেই গ্রিলে হাত রাখতেই ঘটে ওই মর্মান্তিক ঘটনা। কোনওমতে ওই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    এর পাশাপাশি চলতি বছরের ৭ জুন আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অপূর্ব মণ্ডল (২৪) নামে এক যুবকের।  হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানির শুড়িখালিতে এই ঘটনাটি ঘটে।
  • Link to this news (আজকাল)