বেলা বাড়তেই আকাশ কালো, কিছুক্ষণেই তুমুল ঝড়-জল শুরু হবে এই তিন জেলায়, এখনই সতর্ক হোন...
আজকাল | ০৯ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণাবর্তের জের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
তার মাঝেই, বৃহস্পতিবার দুপুরে হাওয়া অফিস জানাল, আগামী কয়েকঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ফের শুরু হবে বৃষ্টির তাণ্ডব। বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। একই সঙ্গে ওই জেলাগুলিতে বজ্রপাত-বৃষ্টির সঙ্গেই বইতে পারে দমকা হাওয়া।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। রবিবারের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি ছিল উত্তরের জেলাগুলিতে। তবে এখনই দুর্যোগের মেঘ কাটছে না উত্তরের জেলাগুলির উপর থেকে। উত্তরবঙ্গেও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বর্তমানে বাংলার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমবে। শুক্রবারে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে। চলতি সপ্তাহান্তের পর বাংলার আবহাওয়া আবারও বদলে যাবে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। চলতি সপ্তাহান্তে একাধিক রাজ্যের পাশাপাশি বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।
১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।