বালুরঘাটে সরকারি হাসপাতালে শিশুচুরি, হাতেনাতে ধরা পড়ল ২ মহিলা
আজ তক | ০৯ অক্টোবর ২০২৫
Balurghat Superspeciality Hospital: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু চুরি করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বুধবার রাতে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে একটি সদ্যজাত শিশুকে চুরি করার চেষ্টা করেন দুই মহিলা। তবে শেষমেশ কর্তব্যরত নার্সদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ে যান দু’জনই।
জানা গিয়েছে, এদিন গভীর রাতে দুই মহিলা মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে পড়ে। নিরাপত্তার ফাঁক গলে তারা প্রসূতি বিভাগে পৌঁছে যায়। সদ্যোজাত শিশুটিকে কোলে তুলে পালাতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় নার্সদের নজরে পড়ে গোটা ঘটনা। সঙ্গে সঙ্গে তারা দুই মহিলাকে ধরে ফেলেন এবং শিশুটিকে উদ্ধার করেন।
এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পৌঁছে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কোলে আরও একটি শিশু ছিল এবং তারা দু’জনেই অসংলগ্ন কথা বলছিলেন। ঠিক কী কারণে তাঁরা হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং শিশুচুরির চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তড়িঘড়ি বাড়তি নিরাপত্তারক্ষী লাগানো হয়েছে। হাসপাতাল সুপার নিজে কর্মীদের সতর্ক করেছেন। সিকিউরিটি এজেন্টদেরও বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
তবে খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। ধৃত দুই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তারা কী হঠাৎই মদ্য়প অবস্থায় এই কাজ করতে ঢুকে পড়েছিল? নাকি পরিকল্পিত চক্র রয়েছে এর পিছনে তার জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতদের জেরা শুরু হয়েছে।