• উত্তরপ্রদেশের এয়ারপোর্টে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, বরাতজোরে রক্ষা যাত্রীদের
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • ৯ অক্টোবর, লখনউ: উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল বিমান। টেক অফের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল একটি প্রাইভেট প্লেন। দুর্ঘটনায় কোনওক্রমে রক্ষা পেয়েছেন চারজন যাত্রী ও দুই পাইলট।জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ফারুখাবাদের নিসাই বিমানবন্দর থেকে একটি বেসরকারি জেট সার্ভিস এভিয়েশন বিমান চারজন যাত্রীকে নিয়ে ভোপালের উদ্দেশে রওনা দিচ্ছিল। কিন্তু ওড়ার ঠিক আগের মুহূর্তে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ারপোর্টের দেওয়ালে আঘাত হানে।তবে সৌভাগ্যের বিষয় হল, দুর্ঘটনার জেরে বিমানের কেউ আহত হননি। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বিমানটি মাটিতে ছিটকে পড়ার পরই ঘটনাস্থলে চলে আসে দমকল ও পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। তারাই যাত্রীদের উদ্ধার করেন। যাত্রীরা প্রত্যেকেই বর্তমানে সুস্থ রয়েছেন।
  • Link to this news (বর্তমান)