• রান্নার বাসন থেকে শুকনো খাবার, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে ময়নাগুড়ি থানার পুলিশ
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: কোথাও এখনও গোড়ালির উপর পর্যন্ত জল, আবার কোথাও হাঁটু সমান। কিছু জায়গায় জল নেমে যাওয়ার পর এখনও রয়েছে থিকথিকে কাদা। সেই পথ পেরিয়ে  ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার জেলাশাসকের দেওয়া কিট পৌঁছে দেওয়া হয় পুলিশ ও প্রশাসনের তরফে। সেই কিটে রয়েছে রান্নার হাঁড়ি, কড়াই , থালা-বাসন সহ চিঁড়ে, বিস্কুট, বেবিফুড সহ শুকনো খাবার। সেই ত্রাণ সামগ্রী কাঁধে বা মাথায় তুলে হেঁটে দুর্গত এলাকায় পৌঁছচ্ছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা। যেসব গ্রাম এখনও জলবন্দি, সেখানে নৌকায় পৌঁছচ্ছেন তাঁরা। ময়নাগুড়ি থানার আইসি বলেন, “ব্লকে ২৬টি কমিউনিটি কিচেন চলছে। বিপর্যয়ের পর উদ্ধারকাজে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। এখন জল নামতে শুরু করেছে, ফলে দুর্গতরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার সবরকম চেষ্টা চলছে। প্রচুর গবাদি পশু মারা গিয়েছে। সেসব সরানোর কাজ চলছে। ৯০ শতাংশ কাজ আমরা সেরে ফেলেছি। বাকিটাও দু'একদিনের মধ্যে আমরা সেরে ফেলতে পারব বলে মনে করছি। ময়নাগুড়িতে জলের ফ্যাক্টরি গড়ে প্রতিদিন ৫০ হাজার প্যাকেট পরিস্রুত পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে।”এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দুর্গত এলাকায় জলের ট্যাঙ্ক ও পাউচ পাঠাচ্ছে। বানভাসি এলাকায় যাতে কোনওভাবে ডায়েরিয়া না ছড়ায় সেটা খেয়াল রাখছে স্বাস্থ্য দপ্তর। যেখানে জল নামছে, সেখানে ব্লিচিং ছড়ানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)