নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রবল দুর্যোগে ভেসে গিয়েছে ঘর। তবে অটুট রয়েছে ভালোবাসার বন্ধন। বন্যা থেকে প্রাণ বাঁচাতে গামছা পরে বেরিয়ে এসেছেন ১০০ বছরের টাট্টু রায়। স্ত্রীর পরনে মলিন কাপড়। সম্বল বলতে এটুকুই। বাঁধের উপর খাটিয়ায় স্বামীকে আঁকড়ে দিন কাটাচ্ছেন পুস্পবালা।তিনি বলেন “ওই মানুষটাই আমার জীবনের সব। আমার বাবাকে কুড়ি টাকা পণ দিয়ে আমায় বিয়ে করে নিয়ে এসেছিল। তারপর থেকে এই মানুষটাকে ছেড়ে এক রাতও অন্য কোথাও কাটাইনি। দুর্যোগে ছেড়ে যাব কীভাবে। তাই বাঁধের উপর খোলা আকাশের নিচে খাটিয়ার উপরেই বুড়োকে সামলে চলেছি।”তবে এই বৃদ্ধ দম্পতির ছেলেও রয়েছে। মূলত সেই বাবা-মা’কে জলের তীব্র স্রোতের হাত থেকে উদ্ধার করেছে। এক হাতে ৭০ বছর বয়সী মা, অন্যদিকে ১০০ বছর বয়সের বাবাকে কাঁধে তুলে জলঢাকার তীব্র স্রোতের হাত থেকে বৃদ্ধ বাবা-মা’কে রক্ষা করেছে সে।